<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তর কোরিয়া গতকাল মঙ্গলবার স্বল্পমাত্রার কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব উপকূলে পড়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানিয়েছেন, তাঁরা কয়েকটি সন্দেহজনক ক্ষেপণাস্ত্র চিহ্নিত করেছেন। যেসব ক্ষেপণাস্ত্র স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় নিক্ষেপ করা হয়েছে উত্তর কোরিয়ার জাজাং প্রদেশ থেকে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার প্রাক্কালে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া নিজেদের মধ্যকার সম্পর্ক জোরদার করতে সিউলে দক্ষিণ কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গত সোমবার আলোচনায় বসেন। শত্রুপক্ষের মনোবল ভেঙে দিতে গত সপ্তাহে পিয়ংইয়ং নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যদিও কোথা থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সে ব্যাপারে উত্তর কোরিয়া কিছুই জানায়নি। তবে উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা যায়, ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সময় মেয়ে জু এই-কে নিয়ে কিম জং উন সেখানে উপস্থিত ছিলেন। কিম বলেছেন, শব্দের চেয়ে দ্রুতগতিতে ছুটে চলা এই ক্ষেপণাস্ত্র এক হাজার ৫০০ কিলোমিটার পাড়ি দিয়েছে। সূত্র : আলজাজিরা, এএফপি</span></span></span></span></span></p>