গাজায় নতুন করে হামলা শুরু করার প্রতিবাদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। বিক্ষোভকারীরা গাজা উপত্যকায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মিদের ফেরত আনতে চুক্তি করতে ইসরায়েলি সরকারকে চাপ দিচ্ছেন। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু সরকার ইসরায়েলের গণতন্ত্রকে আঘাত করেছে। গত বৃহস্পতিবার রাতে নেতানিয়াহুর জেরুজালেমের বাড়ির অভিমুখে মিছিল নিয়ে যান বিক্ষোভকারীরা।
তাঁরা নেতানিয়াহুর গাজায় নতুন করে হামলার নিন্দা জানান। আয়োজকরা বলছেন, বিক্ষোভ কর্মসূচি যেভাবে গতি পাচ্ছে, তাতে আগামী দিনগুলোতে আরো বেশি বিক্ষোভ হতে পারে। এ ছাড়া বিক্ষোভকারীরা ইসরায়েলের শিন বেটের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল আগ্রাসন চলছেই।
ইসরায়েলি সেনারা উত্তর গাজার বেইত লাহিয়া ও কেন্দ্রীয় এলাকাগুলোর কাছে এগিয়ে যাচ্ছে। এদিকে হামাস অবশিষ্ট জিম্মিদের মুক্তি না দিলে গাজার আরো এলাকা দখল করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্জ । গতকাল শুক্রবার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, জীবিত ও মৃত জিম্মিদের ফেরত না দিলে ইসরায়েলি সেনারা আরো তীব্রভাবে গাজায় হামলা চালিয়ে যাবে। হামাস যত বেশি সময় ধরে অস্বীকৃতি জানাবে তত বেশি ভূমি ইসরায়েলের কাছে হারাবে তারা।
এদিকে গাজার এলাকা দখলের হুমকির বিরোধিতা করেছে ফ্রান্স। দেশটি বলেছে, গাজা অথবা পশ্চিম তীরের ভূমি ইসরায়েলের যেকোনো ধরনের সংযুক্ত করার পদক্ষেপের বিপক্ষে তারা।
যুদ্ধবিরতি ভেঙে গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনী গাজায় হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত ৫৯০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে চিকিৎসাবিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে। ইসরায়েলি স্থল অভিযান তীব্র হওয়ায় গাজায় মৃত্যুর বিষয়ে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, ইসরায়েলের নতুন করে হামলা শুরুর পর অন্ততপক্ষে ২০০ শিশু নিহত হয়েছে।
ফিলিস্তিনের আরেক ভূখণ্ড পশ্চিম তীরে দুটি গ্রামে তল্লাশি অভিযান চালিয়েছে ইসরায়েল।
গাজায় হামলা শুরুর পর থেকে পশ্চিম তীরেও নিয়মিত রক্তাক্ত অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।
গাজা হামলা নিয়ে উত্তেজনার মধ্যে গতকাল শুক্রবার রমজানের তৃতীয় জুমায় অনেক ফিলিস্তিনির আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। রমজানে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের প্রবেশে বিধি-নিষেধ জারি করেছে ইসরায়েল। পূর্ব জেরুজালেমের উত্তরে একটি এলাকায় তল্লাশিচৌকিতে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখে ।
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের শীর্ষ কর্মকর্তা রোনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত গতকাল শুক্রবার স্তগিত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। বিশ্বাসের ঘাটতির কারণে রোনেনকে বরখাস্তের প্রস্তাব করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় রোনেনের বরখাস্তের প্রস্তাবে ইসরায়েলের মন্ত্রিসভার অনুমোদন দেওয়ার কথাও জানায়। ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘটিত হামাসের হামলা আঁচ করতে ব্যর্থ হওয়ায় রোনেনকে মেয়াদপূর্তির আগেই অব্যাহতি দেয় মন্ত্রিসভা । এর পরই গতকাল ইসরায়েলের সুপ্রিম কোর্ট রোনেনের বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত করেন।
ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান পদে ২০২১ সালের অক্টোবরে পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন রোনেন বার। গত রবিবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু এই নিরাপত্তাপ্রধানকে বরখাস্তের চিন্তা প্রকাশ করে বলেছিলেন, তাঁদের দুজনের মধ্যে ‘চলমান অবিশ্বাস’ বিদ্যমান, যা সময়ের সঙ্গে ‘বেড়েই যাচ্ছে’। সূত্র : আলজাজিরা, এএফপি