নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল

  • নতুন হামলা শুরুর পর ২০০ শিশু নিহত
  • আল-আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে বাধা
  • গাজার এলাকা দখলের হুমকি ইসরায়েলের
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল
জেরুজালেমে গত বৃহস্পতিবার রাতে রাস্তা আটকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। ছবি : এএফপি

গাজায় নতুন করে হামলা শুরু করার প্রতিবাদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। বিক্ষোভকারীরা গাজা উপত্যকায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মিদের ফেরত আনতে চুক্তি করতে ইসরায়েলি সরকারকে চাপ দিচ্ছেন। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু সরকার ইসরায়েলের গণতন্ত্রকে আঘাত করেছে। গত বৃহস্পতিবার রাতে নেতানিয়াহুর জেরুজালেমের বাড়ির অভিমুখে মিছিল নিয়ে যান বিক্ষোভকারীরা।

তাঁরা নেতানিয়াহুর গাজায় নতুন করে হামলার নিন্দা জানান। আয়োজকরা বলছেন, বিক্ষোভ কর্মসূচি যেভাবে গতি পাচ্ছে, তাতে আগামী দিনগুলোতে আরো বেশি বিক্ষোভ হতে পারে। এ ছাড়া বিক্ষোভকারীরা ইসরায়েলের শিন বেটের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল আগ্রাসন চলছেই।

ইসরায়েলি সেনারা উত্তর গাজার বেইত লাহিয়া ও কেন্দ্রীয় এলাকাগুলোর কাছে এগিয়ে যাচ্ছে। এদিকে হামাস অবশিষ্ট জিম্মিদের মুক্তি না দিলে গাজার আরো এলাকা দখল করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্জ । গতকাল শুক্রবার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, জীবিত ও মৃত জিম্মিদের ফেরত না দিলে ইসরায়েলি সেনারা আরো তীব্রভাবে গাজায় হামলা চালিয়ে যাবে। হামাস যত বেশি সময় ধরে অস্বীকৃতি জানাবে তত বেশি ভূমি ইসরায়েলের কাছে হারাবে তারা।

এদিকে গাজার এলাকা দখলের হুমকির বিরোধিতা করেছে ফ্রান্স। দেশটি বলেছে, গাজা অথবা পশ্চিম তীরের ভূমি ইসরায়েলের যেকোনো ধরনের সংযুক্ত করার পদক্ষেপের বিপক্ষে তারা।

যুদ্ধবিরতি ভেঙে গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনী গাজায় হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত ৫৯০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে চিকিৎসাবিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে। ইসরায়েলি স্থল অভিযান তীব্র হওয়ায় গাজায় মৃত্যুর বিষয়ে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, ইসরায়েলের নতুন করে হামলা শুরুর পর অন্ততপক্ষে ২০০ শিশু নিহত হয়েছে।

ফিলিস্তিনের আরেক ভূখণ্ড পশ্চিম তীরে দুটি গ্রামে তল্লাশি অভিযান চালিয়েছে ইসরায়েল।

গাজায় হামলা শুরুর পর থেকে পশ্চিম তীরেও নিয়মিত রক্তাক্ত অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।

গাজা হামলা নিয়ে উত্তেজনার মধ্যে গতকাল শুক্রবার রমজানের তৃতীয় জুমায় অনেক ফিলিস্তিনির আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। রমজানে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের প্রবেশে বিধি-নিষেধ জারি করেছে ইসরায়েল। পূর্ব জেরুজালেমের উত্তরে একটি এলাকায় তল্লাশিচৌকিতে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখে ।

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের শীর্ষ কর্মকর্তা রোনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত গতকাল শুক্রবার স্তগিত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। বিশ্বাসের ঘাটতির কারণে রোনেনকে বরখাস্তের প্রস্তাব করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় রোনেনের বরখাস্তের প্রস্তাবে ইসরায়েলের মন্ত্রিসভার অনুমোদন দেওয়ার কথাও জানায়। ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘটিত হামাসের হামলা আঁচ করতে ব্যর্থ হওয়ায় রোনেনকে মেয়াদপূর্তির আগেই অব্যাহতি দেয় মন্ত্রিসভা এর পরই গতকাল ইসরায়েলের সুপ্রিম কোর্ট রোনেনের বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত করেন।

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান পদে ২০২১ সালের অক্টোবরে পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন রোনেন বার। গত রবিবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু এই নিরাপত্তাপ্রধানকে বরখাস্তের চিন্তা প্রকাশ করে বলেছিলেন, তাঁদের দুজনের মধ্যে চলমান অবিশ্বাস বিদ্যমান, যা সময়ের সঙ্গে বেড়েই যাচ্ছে।                    সূত্র : আলজাজিরা, এএফপি

 

মন্তব্য

সম্পর্কিত খবর

তুরস্কে ব্যাপক বিক্ষোভ ৩৪৩ জন আটক

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
তুরস্কে ব্যাপক বিক্ষোভ ৩৪৩ জন আটক

তুরস্কে দুর্নীতি ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুকে গ্রেপ্তারের ঘটনায় দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। টানা তৃতীয় দিনের মতো স্থানীয় সময় গত শুক্রবার গভীর রাতে তুরস্কজুড়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। দেশটির তিনটি বড় শহর ইস্তাম্বুল, রাজধানী আংকারা এবং পশ্চিম উপকূলীয় শহর ইজমিরে দাঙ্গা পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করা হয়।

৩৪৩ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গতকাল তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এ কথা জানিয়েছেন। গত বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামোগলুকে গ্রেপ্তারের পর দেশটির ৮১টি প্রদেশের মধ্যে অন্তত ৫০টিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি ইমামোগলুকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাদের পরবর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টা অ্যাখ্যা দিয়েছে।
সিএইচপি কয়েক দিনের মধ্যেই এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইমামোগলুর নাম ঘোষণা করতে যাচ্ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইস্তাম্বুল, আংকারা, ইজমির, আদানা, আন্টালিয়া, কানাক্কালে, এসকিসেহির, কোনিয়া ও এদির্নে বিক্ষোভের ঘটনায় ৩৪৩ জনকে আটক করা হয়েছে। সূত্র : এএফপি, আলজাজিরা

মন্তব্য

জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার বৈঠক

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার বৈঠক

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে পূর্ব এশিয়ার নিরাপত্তা এবং অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে অভিন্ন ভিত্তি স্থাপনে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ কূটনীতিকরা বৈঠক করেছেন। গতকাল জাপানের রাজধানী টোকিওতে এই বৈঠক হয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই-ইউলের সঙ্গে বৈঠকের শুরুতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া বলেন, বৈঠকে তিন কূটনীতিক জাপানে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের প্রস্তুতি ত্বরান্বিত করতে সম্মত হয়েছেন। টোকিও, বেইজিং সিউল কিভাবে ক্রমহ্রাসমান জন্মহার এবং বয়স্ক জনসংখ্যা মোকাবেলা করতে পারে সে বিষয়ে ওই সম্মেলনে আলোচনা হবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, আমাদের তিনটি দেশের সম্মিলিত জনসংখ্যা প্রায় ১.৬ বিলিয়ন এবং অর্থনৈতিক উৎপাদন ২৪ ট্রিলিয়ন ডলারেরও বেশি। আমাদের বিশাল বাজার এবং বিপুল সম্ভাবনার মাধ্যমে আমরা উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে পারি। চীন তার প্রতিবেশীদের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা ফের শুরু করতে এবং ১৫টি দেশের জোট রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপের সদস্য বাড়াতে চায়। সূত্র : সিএনবিসি

মন্তব্য

বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল
জো বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, হিলারি ক্লিনটনসহ বেশ কয়েকজন সাবেক কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প তাঁর পূর্বসূরি জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিলের কথা বলার পর এই পদক্ষেপ নিলেন। তিনি নিশ্চিত করেছেন যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবারের অন্য কোনো সদস্যের নিরাপত্তা ছাড়পত্রও বাতিল করা হচ্ছে। ট্রাম্পের স্মারকলিপিতে বলা হয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিম্নলিখিত ব্যক্তিদের জন্য গোপন তথ্যে প্রবেশাধিকার আর জাতীয় স্বার্থে নেই।

সাধারণত সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের নিরাপত্তা ছাড়পত্র সৌজন্যতা হিসেবে বজায় রাখা হয়। নিরাপত্তা ছাড়পত্র হাতছাড়া হওয়া ব্যক্তিদের মধ্যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, সাবেক রিপাবলিকান আইন প্রণেতা লিজ চেনি ও অ্যাডাম কিনজিংগার এবং ট্রাম্প প্রশাসনের সাবেক উপদেষ্টা ফিওনা হিলও আছেন। এ ছাড়া জ্যাক সুলিভান, লিসা মোনাকো, মার্ক জাইদ, নরম্যান এইসেন, লেটিশিয়া জেমস, এলভিন ব্র্যাগ, অ্যান্ড্রু ওয়েইসম্যান এবং আলেকজান্ডার ভিন্ডম্যান নিরাপত্তা ছাড়পত্র হারিয়েছেন। সূত্র : বিবিসি

 

মন্তব্য
সংক্ষিপ্ত

সেনাবাহিনীর নিয়ন্ত্রণে সুদানের কেন্দ্রীয় ব্যাংক

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
সেনাবাহিনীর নিয়ন্ত্রণে সুদানের কেন্দ্রীয় ব্যাংক

সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ পুনরুদ্ধারের পর এবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। গতকাল শনিবার সেনাবাহিনী জানায়, গত রাতে তারা রাজধানী খার্তুমে  আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কাছ থেকে কেন্দ্রীয় ব্যাংকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে। এটি আরএসএফের দুই বছর ধরে চলমান সংঘাতে সেনাবাহিনীর একটি বড় সাফল্য। ২০২৩ সালের এপ্রিল থেকে ক্ষমতার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে তুমুল লড়াই ছড়িয়ে পড়ে।

জাতিসংঘের মতে, এই সংঘাত বিশ্বের বৃহত্তম মানবিক সংকটের দিকে পরিচালিত করেছে। যার ফলে দেশজুড়ে বেশ কয়েকটি স্থানে খাদ্যাভাব তৈরি হয়েছে। আরএসএফ এবং সেনাবাহিনী উভয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। সূত্র : এএফপি

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ