গাজায় ইসরায়েলি বাহিনীর বেপরোয়া হামলা চলছেই। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় ভোরে ইসরায়েলি সেনাদের নির্বিচার বোমাবর্ষণে সাত শিশুসহ অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। সেভ দ্য চিলড্রেন বলেছে, গাজায় নতুন করে হামলা শুরুর পর এক সপ্তাহে ২৭০ জনের বেশি শিশু নিহত হয়েছে। এদিকে গাজায় চলমান ভয়াবহ হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের লাগাম টানার জন্য মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে।
ইসরায়েলের আক্রমণ বন্ধে দেশটির ওপর চাপ প্রয়োগ বাড়াতে আরব ও ইসলামী দেশগুলোর পাশাপাশি মুক্তবিশ্বের মানুষ এবং যারা স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে দাঁড়ায়, তাদের এগিয়ে আসার আহবান জানিয়েছে হামাস। গাজায় অবরোধ ভাঙতে, হত্যাযজ্ঞ বন্ধ করতে এবং অনাহারের অবসান ঘটাতে প্রতিটি সম্ভাব্য উপায়ই অবশ্যই ব্যবহার করতে হবে বলে হামাস তাদের বিবৃতিতে জানায়। সব প্রচেষ্টা ও শক্তি গাজাকে সমর্থনের প্রতিই ধাবিত করা উচিত বলে বিবৃতিতে বলে হামাস।
২৭০ শিশুর মৃত্যু : গাজায় প্রায় দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে রোজার মধ্যে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল।
শিশুবিষয়ক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন বলেছে, ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর এ পর্যন্ত ২৭০ জনের বেশি শিশু প্রাণ হারিয়েছে। গত ২ মার্চ থেকে ইসরায়েলের অবরোধে গাজায় ত্রাণ ও পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না। একদিকে নির্বিচার হামলা অন্যদিকে খাবার, পানি ও ওষুধের অভাবে ফিলিস্তিনিদের জীবন আরো শোচনীয় হয়ে উঠেছে।
উত্তর গাজায় ইসরায়েলের উচ্ছেদ নির্দেশ : উত্তর গাজার হাজারো মানুষকে জোরপূর্বক উচ্ছেদ করছে ইসরায়েল।
গতকাল মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, উত্তর সীমান্তে সব শহরের বাসিন্দাদের নিজ এলাকা ছাড়তে হবে। ওই এলাকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে তারা।
দুই গণমাধ্যমকর্মী নিহত : আলজাজিরার এক সংবাদকর্মীকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। গত সোমবার উত্তর গাজায় ইসরায়েলের বিমান হামলায় আলজাজিরার হোসাম শাবাতসহ (২৩) দুই গণমাধ্যমকর্মী নিহত হন। এদিকে অধিকৃত পশ্চিম তীরে অস্কারকজয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর ফিলিস্তিনি সহপরিচালক হামদান বাল্লালকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।
পশ্চিম তীরে আরো অভিযান : ফিলিস্তিনের অন্য ভূখণ্ড পশ্চিম তীরেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেখানে কয়েকটি শহরে অভিযান চালানো হয়। পাশাপাশি বেথেলহেমের দক্ষিণে একটি শরণার্থীশিবিরে তল্লাশি, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড ফাটিয়েছে সেনাবাহিনী। সূত্র : আলজাজিরা, এএফপি