বৈরুতে বোমাবর্ষণ ইসরায়েলের

  • গাজায় হামলায় নিহত ১৪
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বৈরুতে বোমাবর্ষণ ইসরায়েলের

লেবাননের রাজধানী বৈরুতে গতকাল শুক্রবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত নভেম্বরের শেষে হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েল সরকারের মধ্যে সংঘাত থামাতে একটি যুদ্ধবিরতি চুক্তির পর রাজধানী শহরটিতে এটিই প্রথম হামলা। হামলায় হতাহতের খবর মেলেনি। 

বৈরুতের দক্ষিণ শহরতলিতে বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের হুমকি দেওয়ার পর গতকাল শুক্রবার সেখানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ওই এলাকায় হিজবুল্লাহ গোষ্ঠীর প্রতি জোরালো সমর্থন রয়েছে। ইসরায়েলের উচ্ছেদ হুমকির পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুলগুলো দ্রুত বন্ধ করে দেওয়া হয়। মা-বাবারা দ্রুত সন্তানদের নিয়ে আসতে স্কুলগুলোর দিকে ছোটাছুটি শুরু করেন।
ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে, তারা দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর একটি ড্রোনের গুদামে হামলা চালিয়েছে। তবে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা বলেছে, বৈরুতের দক্ষিণ শহরতলির হাদাত এলাকায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো হামলা চালিয়েছে। জনবসতিপূর্ণ এলাকাটিতে অনেক আবাসিক ভবন, স্কুল রয়েছে।

গাজায় হামলায় নিহত ১৪ : গাজায় নতুন করে ইসরায়েলের হামলা গতকাল ১০ দিনে গড়াল।

গতকাল ভোরের আগে গাজা সিটি ও খান ইউনিস শহরে ইসরায়েলের হামলায় নারী, শিশুসহ অন্তত ১৪ জন প্রাণ হারায়। এদিকে ইসরায়েলি অবরোধের মুখে তিন সপ্তাহের বেশি সময় ধরে গাজায় কোনো ত্রাণসামগ্রী সরবরাহ করা যাচ্ছে না। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সাবধান করে বলেছে, গাজার হাজার হাজার ফিলিস্তিনি মারাত্মক ক্ষুধা ও অপুষ্টিতে ভোগার মুখে রয়েছেন।

ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের হামলা : রাজধানী সানাসহ হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন অংশে গতকাল ৪০টির বেশি স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত সাতজন আহত হয়েছে।

হুতিসংশ্লিষ্ট স্থানীয় একটি গণমাধ্যম এ খবর জানায়। 

হুতিসংশ্লিষ্ট আল মাসিরাহ সম্প্রচারমাধ্যম জানায়, শুক্রবার ভোরের আগে সাদা, মারিব, আল-জাওয়াফ ও হুদাইদাদ প্রদেশে হামলা চালায় যুক্তরাষ্ট্র।  এতে বহু আবাসিক বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সানা আন্তর্জাতিক বিমানবন্দরও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া সানা উত্তরে একটি পার্বত্য এলাকায় হামলা হয়েছে। সেখানে সামরিক ক্যাম্পসহ অন্যান্য স্থাপনা রয়েছে বলে মনে করা হয়।                সূত্র : আলজাজিরা, এএফপি

মন্তব্য

সম্পর্কিত খবর

উদ্ধারের চেষ্টায় উদ্ধারকর্মী

শেয়ার
উদ্ধারের চেষ্টায় উদ্ধারকর্মী
ভূমিকম্পে মায়ানমারের মান্দালয় শহরে ধসে পড়া বহুতল ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া একজনকে গতকাল উদ্ধারের চেষ্টায় উদ্ধারকর্মীরা। ছবি : এএফপি
মন্তব্য

আমিরাতে চাঁদ দেখতে এআইচালিত ড্রোন

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
আমিরাতে চাঁদ দেখতে এআইচালিত ড্রোন

আরবি রমজান মাসের সমাপ্তি ঘোষণা করতে আসা শাওয়াল মাসের চাঁদ দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম ড্রোন ব্যবহার করছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল শনিবার দেশটির আবুধাবিতে শাওয়ালের চাঁদ দেখা কমিটির বৈঠক করার কথা। এই সভায় শরিয়াহ, জ্যোতির্বিদ্যা এবং আইন বিশেষজ্ঞরা চাঁদ দেখার প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন। তাঁরা চাঁদ দেখতে এআইসমৃদ্ধ পর্যবেক্ষক যন্ত্র ও ড্রোনের তথ্য যাচাই করবেন।

আল-খাতিম অ্যাস্ট্রনমিক্যাল অবজারভেটরি থেকে ড্রোনগুলো উড্ডয়ন করা হবে। ড্রোনগুলো ৩০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম এবং উচ্চ-নির্দিষ্ট লেন্সে সজ্জিত। এআই স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে চাঁদের অবস্থান এবং দৃশ্যমানতা বিশ্লেষণ করা হবে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো চাঁদ দেখতে ড্রোন ব্যবহার করছে মধ্যপ্রাচ্যের দেশটি।
এর আগে আমিরাত রমজানের চাঁদ দেখতে ড্রোন ব্যবহার করেছিল। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার ঈদ উদযাপিত হবে। গতকাল শনিবার অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে।
সূত্র : গালফ নিউজ, খালিজ টাইমস

মন্তব্য
সংক্ষিপ্ত

পাকিস্তানে আট সেনাসহ নিহত ১৯

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পাকিস্তানে আট সেনাসহ নিহত ১৯

পাকিস্তানে পৃথক হামলায় আট সেনা সদস্যসহ ১৯ জন নিহত হয়েছে। বাকি নিহতদের মধ্যে ১০ জন তালেবান যোদ্ধা এবং একজন সাধারণ নাগরিক রয়েছে।

পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা গতকাল শনিবার জানান, আফগানিস্তান সীমান্তবর্তী খাইবারপাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর ড্রোন হামলায় তালেবানের ১১ যোদ্ধা নিহত হয়েছে। গত শুক্রবার রাতে তালেবানের আস্তানা লক্ষ্য করে তিনটি ড্রোন ছোড়া হয়।

নিহতদের মধ্যে দুজন নারী এবং একটি শিশু রয়েছে। অন্যদিকে গত শুক্রবার আফগানিস্তান সীমান্তে পৃথক হামলায় আটজন সেনা এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, খাইবারপাখতুনখোয়ায় তালেবানের বিরুদ্ধে অভিযানে সাত সেনা নিহত হয়। একটি বাড়িতে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়।
পরে সেনাবাহিনীর অভিযানে তালেবানের আটজন নিহত এবং ছয়জন সেনা সদস্য আহত হয়। পুলিশ কর্মকর্তা মহসিন আলী জানিয়েছেন, বেলুচিস্তানে মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরণে একজন সেনা এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সূত্র : এএফপি

মন্তব্য

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০

নাইজেরিয়ার মধ্য-উত্তরাঞ্চলের একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে প্লেটো রাজ্যের রুউই গ্রামে ঘটনাটি ঘটেছে। রাজ্যটি দেশের বেশির ভাগ মুসলিম অধ্যুষিত উত্তর অর্ধেক এবং খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণের মধ্যে অভ্যন্তরীণ সীমান্তে অবস্থিত। এটি এমন একটি রাজ্য, যেখানে যাযাবর পশুপালক এবং পশুপালক কৃষকদের মধ্যে নিয়মিত সহিংসতা দেখা যায়।

গ্রামের নেতা মোসেস জন বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ সময় ১০ জনকে হত্যা করে তারা। আরো তিনজন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তাদের উদ্ধারে নিরাপত্তাকর্মীদের পাঠানোর আহবান জানিয়েছে গ্রামবাসী।

প্লেটো রাজ্য কমান্ডের পুলিশ মুখপাত্র আলফ্রেড আলাবো এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার রাতে বন্দুকধারীদের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ কিছু অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতকারীর আক্রমণের খবর পেয়েছে। সশস্ত্র দুষ্কৃতিরা বিক্ষিপ্তভাবে গুলি চালাতে শুরু করে। একটি শোক অনুষ্ঠানে উপস্থিত কিছু মানুষ দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারায়।
সূত্র : এএফপি

মন্তব্য

সর্বশেষ সংবাদ