লেবাননের রাজধানী বৈরুতে গতকাল শুক্রবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত নভেম্বরের শেষে হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েল সরকারের মধ্যে সংঘাত থামাতে একটি যুদ্ধবিরতি চুক্তির পর রাজধানী শহরটিতে এটিই প্রথম হামলা। হামলায় হতাহতের খবর মেলেনি।
বৈরুতের দক্ষিণ শহরতলিতে বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের হুমকি দেওয়ার পর গতকাল শুক্রবার সেখানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
ওই এলাকায় হিজবুল্লাহ গোষ্ঠীর প্রতি জোরালো সমর্থন রয়েছে। ইসরায়েলের উচ্ছেদ হুমকির পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুলগুলো দ্রুত বন্ধ করে দেওয়া হয়। মা-বাবারা দ্রুত সন্তানদের নিয়ে আসতে স্কুলগুলোর দিকে ছোটাছুটি শুরু করেন। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে, তারা দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর একটি ড্রোনের গুদামে হামলা চালিয়েছে। তবে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা বলেছে, বৈরুতের দক্ষিণ শহরতলির হাদাত এলাকায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো হামলা চালিয়েছে। জনবসতিপূর্ণ এলাকাটিতে অনেক আবাসিক ভবন, স্কুল রয়েছে।
গাজায় হামলায় নিহত ১৪ : গাজায় নতুন করে ইসরায়েলের হামলা গতকাল ১০ দিনে গড়াল।
গতকাল ভোরের আগে গাজা সিটি ও খান ইউনিস শহরে ইসরায়েলের হামলায় নারী, শিশুসহ অন্তত ১৪ জন প্রাণ হারায়। এদিকে ইসরায়েলি অবরোধের মুখে তিন সপ্তাহের বেশি সময় ধরে গাজায় কোনো ত্রাণসামগ্রী সরবরাহ করা যাচ্ছে না। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সাবধান করে বলেছে, গাজার হাজার হাজার ফিলিস্তিনি মারাত্মক ক্ষুধা ও অপুষ্টিতে ভোগার মুখে রয়েছেন।
ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের হামলা : রাজধানী সানাসহ হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন অংশে গতকাল ৪০টির বেশি স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত সাতজন আহত হয়েছে।
হুতিসংশ্লিষ্ট স্থানীয় একটি গণমাধ্যম এ খবর জানায়।
হুতিসংশ্লিষ্ট আল মাসিরাহ সম্প্রচারমাধ্যম জানায়, শুক্রবার ভোরের আগে সাদা, মারিব, আল-জাওয়াফ ও হুদাইদাদ প্রদেশে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে বহু আবাসিক বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সানা আন্তর্জাতিক বিমানবন্দরও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া সানা উত্তরে একটি পার্বত্য এলাকায় হামলা হয়েছে। সেখানে সামরিক ক্যাম্পসহ অন্যান্য স্থাপনা রয়েছে বলে মনে করা হয়। সূত্র : আলজাজিরা, এএফপি