বললেন কানাডার প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘পুরনো সম্পর্ক’ শেষ

  • যুক্তরাষ্ট্র এরই মধ্যে কানাডার সব ধরনের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আংশিকভাবে কার্যকর করেছে
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘পুরনো সম্পর্ক’ শেষ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার পুরনো সম্পর্ক শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দুই দেশের অর্থনীতির গভীর সংযোগ এবং কঠোর নিরাপত্তা ও সামরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্কের অবসান ঘটেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার অটোয়ায় মন্ত্রিসভার এক বৈঠক শেষে সাংবাদিকদের কার্নি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শুল্কের মুখে কানাডীয়দের অবশ্যইঅর্থনীতি নিয়ে নতুন করে ভাবতে হবে

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের পদক্ষেপের প্রতিক্রিয়ায় কানাডাও পাল্টা শুল্ক আরোপ করবে, যা যুক্তরাষ্ট্রের ওপর সর্বোচ্চ প্রভাব ফেলবে বলেও কার্নি হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম্প গত বুধবার জানান, তিনি যুক্তরাষ্ট্রে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন। এই শুল্ক আরোপ স্থায়ী বলেও মন্তব্য করেছেন তিনি।

লিবারেল পার্টির নেতা কার্নি বলেন, ১৯৬৫ সালে স্বাক্ষরিত কানাডা-মার্কিন অটোমোটিভ প্রডাক্ট অ্যাগ্রিমেন্ট তাঁর জীবনে দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি।

এই শুল্ক আরোপের মাধ্যমে সেই চুক্তিও শেষ হয়ে গেল বলে মন্তব্য করেছেন তিনি।

সরকার ও ব্যাবসায়িক সম্প্রদায় একসঙ্গে কাজ করলে কানাডার গাড়িশিল্প ট্রাম্পের এই শুল্কের মুখেও টিকে থাকবে বলে আশা তাঁর।

তিনি বলেন, কানাডাকে এমন একটি অর্থনীতি গড়ে তুলতে হবে, যা তারা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারবে। অন্য অংশীদারদের সঙ্গে কানাডার বাণিজ্য সম্পর্ক কেমন হবে, তা নিয়ে নতুন করে ভাবতেও হবে।

তিনি আরো বলেন, কানাডীয়রা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে পারবে কি না তা-ই এখন দেখার বিষয়।

যুক্তরাষ্ট্র এরই মধ্যে কানাডার সব ধরনের পণ্যে আরোপ করা ২৫ শতাংশ শুল্ক আংশিকভাবে কার্যকর করেছে। অ্যালুমিনিয়াম ও ইস্পাত আমদানিতেও একই হারে শুল্ক বসিয়েছে তারা। এর প্রতিক্রিয়ায় কানাডা এখন পর্যন্ত ছয় হাজার কোটি কানাডিয়ান ডলার (প্রায় চার হাজার ২০০ কোটি মার্কিন ডলার) মূল্যের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছে।

ট্রাম্প যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানিতে নতুন যে শুল্ক আরোপ করতে যাচ্ছেন, তা ২ এপ্রিল থেকে কার্যকর হবে। যে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো গাড়ি আমদানি করবে তাদের পরদিন থেকে অতিরিক্ত চার্জও দিতে হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

গাড়ির যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কার্যকর হবে মে মাস বা এর পর থেকে।

গত বৃহস্পতিবার ট্রাম্প তাঁর শুল্কের পাল্টায় মিত্র দেশগুলো একসঙ্গে কোনো পদক্ষেপ নিলে তার পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন।

কানাডা ও ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে তিনি বলেছেন, যদি তারা একসঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাদের ওপর আরো বড় পরিসরে শুল্ক আরোপ করা হবে। 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র গত বছর প্রায় আট মিলিয়ন গাড়ি আমদানি করেছে, যা প্রায় ২৪০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এবং কানাডার মোট গাড়ি বিক্রির প্রায় অর্ধেক। যুক্তরাষ্ট্রে গাড়ির শীর্ষ সরবরাহকারী দেশ মেক্সিকো। এর পরে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা ও জার্মানি।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে গাড়ির ওপর নতুন শুল্ক আরোপ নিয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

তিনি বলেন, তাঁর সরকার সব সময় মেক্সিকোর স্বার্থ রক্ষা করবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত মেক্সিকোর কম্পানিগুলোকে সুরক্ষা দেবে বলেও জানান তিনি।

তিনি জানান, শুল্ক কার্যকর হওয়ার পরদিন, আগামী ৩ এপ্রিল মেক্সিকো ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি সমন্ব্বিত প্রতিক্রিয়া জানাবে। সূত্র : বিবিসি

মন্তব্য

সম্পর্কিত খবর

উদ্ধারের চেষ্টায় উদ্ধারকর্মী

শেয়ার
উদ্ধারের চেষ্টায় উদ্ধারকর্মী
ভূমিকম্পে মায়ানমারের মান্দালয় শহরে ধসে পড়া বহুতল ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া একজনকে গতকাল উদ্ধারের চেষ্টায় উদ্ধারকর্মীরা। ছবি : এএফপি
মন্তব্য

আমিরাতে চাঁদ দেখতে এআইচালিত ড্রোন

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
আমিরাতে চাঁদ দেখতে এআইচালিত ড্রোন

আরবি রমজান মাসের সমাপ্তি ঘোষণা করতে আসা শাওয়াল মাসের চাঁদ দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম ড্রোন ব্যবহার করছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল শনিবার দেশটির আবুধাবিতে শাওয়ালের চাঁদ দেখা কমিটির বৈঠক করার কথা। এই সভায় শরিয়াহ, জ্যোতির্বিদ্যা এবং আইন বিশেষজ্ঞরা চাঁদ দেখার প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন। তাঁরা চাঁদ দেখতে এআইসমৃদ্ধ পর্যবেক্ষক যন্ত্র ও ড্রোনের তথ্য যাচাই করবেন।

আল-খাতিম অ্যাস্ট্রনমিক্যাল অবজারভেটরি থেকে ড্রোনগুলো উড্ডয়ন করা হবে। ড্রোনগুলো ৩০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম এবং উচ্চ-নির্দিষ্ট লেন্সে সজ্জিত। এআই স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে চাঁদের অবস্থান এবং দৃশ্যমানতা বিশ্লেষণ করা হবে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো চাঁদ দেখতে ড্রোন ব্যবহার করছে মধ্যপ্রাচ্যের দেশটি।
এর আগে আমিরাত রমজানের চাঁদ দেখতে ড্রোন ব্যবহার করেছিল। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার ঈদ উদযাপিত হবে। গতকাল শনিবার অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে।
সূত্র : গালফ নিউজ, খালিজ টাইমস

মন্তব্য
সংক্ষিপ্ত

পাকিস্তানে আট সেনাসহ নিহত ১৯

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পাকিস্তানে আট সেনাসহ নিহত ১৯

পাকিস্তানে পৃথক হামলায় আট সেনা সদস্যসহ ১৯ জন নিহত হয়েছে। বাকি নিহতদের মধ্যে ১০ জন তালেবান যোদ্ধা এবং একজন সাধারণ নাগরিক রয়েছে।

পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা গতকাল শনিবার জানান, আফগানিস্তান সীমান্তবর্তী খাইবারপাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর ড্রোন হামলায় তালেবানের ১১ যোদ্ধা নিহত হয়েছে। গত শুক্রবার রাতে তালেবানের আস্তানা লক্ষ্য করে তিনটি ড্রোন ছোড়া হয়।

নিহতদের মধ্যে দুজন নারী এবং একটি শিশু রয়েছে। অন্যদিকে গত শুক্রবার আফগানিস্তান সীমান্তে পৃথক হামলায় আটজন সেনা এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, খাইবারপাখতুনখোয়ায় তালেবানের বিরুদ্ধে অভিযানে সাত সেনা নিহত হয়। একটি বাড়িতে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়।
পরে সেনাবাহিনীর অভিযানে তালেবানের আটজন নিহত এবং ছয়জন সেনা সদস্য আহত হয়। পুলিশ কর্মকর্তা মহসিন আলী জানিয়েছেন, বেলুচিস্তানে মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরণে একজন সেনা এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সূত্র : এএফপি

মন্তব্য

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০

নাইজেরিয়ার মধ্য-উত্তরাঞ্চলের একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে প্লেটো রাজ্যের রুউই গ্রামে ঘটনাটি ঘটেছে। রাজ্যটি দেশের বেশির ভাগ মুসলিম অধ্যুষিত উত্তর অর্ধেক এবং খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণের মধ্যে অভ্যন্তরীণ সীমান্তে অবস্থিত। এটি এমন একটি রাজ্য, যেখানে যাযাবর পশুপালক এবং পশুপালক কৃষকদের মধ্যে নিয়মিত সহিংসতা দেখা যায়।

গ্রামের নেতা মোসেস জন বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ সময় ১০ জনকে হত্যা করে তারা। আরো তিনজন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তাদের উদ্ধারে নিরাপত্তাকর্মীদের পাঠানোর আহবান জানিয়েছে গ্রামবাসী।

প্লেটো রাজ্য কমান্ডের পুলিশ মুখপাত্র আলফ্রেড আলাবো এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার রাতে বন্দুকধারীদের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ কিছু অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতকারীর আক্রমণের খবর পেয়েছে। সশস্ত্র দুষ্কৃতিরা বিক্ষিপ্তভাবে গুলি চালাতে শুরু করে। একটি শোক অনুষ্ঠানে উপস্থিত কিছু মানুষ দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারায়।
সূত্র : এএফপি

মন্তব্য

সর্বশেষ সংবাদ