যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

  • আলোচনায় প্রাধান্য পাবে গাজা, ইরান ও শুল্ক ইস্যু
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে গতকাল সোমবার ওয়াশিংটনে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে তিনি সম্ভবত গাজা ও ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের আরো সমর্থন এবং অতিরিক্ত শুল্ক থেকে মুক্তি চাইবেন বলে ধারণা করা হচ্ছে।

লিবারেশন ডে শুল্ক ঘোষণার ফরে বিশ্ববাজার ধসে পড়ার পর প্রথম বিদেশি নেতা হিসেবে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গাজা যুদ্ধ নিয়ে আলোচনার কথা তাঁদের।

হাঙ্গেরি থেকে সরাসরি ওয়াশিংটনে আসা নেতানিয়াহুর প্রধান উদ্দেশ্য হলোইসরায়েলি পণ্যে ১৭ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার আগেই তা প্রত্যাহার করতে ট্রাম্পকে রাজি করানো।

ওয়াশিংটনে এসে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিরের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহু।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের ওপর থেকে শুল্ক প্রত্যাহার নিশ্চিতের চেষ্টা করবেন নেতানিয়াহু। তেল আবিবের বার-ইলান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোনাথন রিনহোল্ড বলেন, শুল্ক কার্যকরের আগেই তা বন্ধ করতে এই তৎক্ষণাৎ সফর যুক্তিসংগত।

ট্রাম্পের শুল্ক ঘোষণার এক দিন আগে মার্কিন পণ্যের ওপর শুল্ক তুলে নিয়ে রক্ষা পেতে চেয়েছিল ইসরায়েল। তবে সুবিধা করতে পারেনি তারা। ট্রাম্প বলেছেন, শীর্ষ মার্কিন সামরিক সুবিধাভোগী ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি আছে।

হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ান্নে স্পিত্জার বলেন, এই সফরের মাধ্যমে নেতানিয়াহু ট্রাম্পকে দেখাতে চাইবেন যে ইসরায়েল তার সঙ্গেই চলছে।

ইসরায়েল কিছু শুল্ক ছাড় পেলে আমি অবাক হব না এবং এটি অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ হবে।

নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, হামাসের হামলার ফলে সৃষ্ট যুদ্ধ, ইসরায়েলি জিম্মি এবং ইরানের ক্রমবর্ধমান হুমকি নিয়েও আলোচনা করবেন তিনি।

এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে নতুন চুক্তির জন্য সরাসরি আলোচনা করতে তেহরানকে চাপ দিচ্ছে ওয়াশিংটন। তবে চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ইরানে হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র : এএফপি

মন্তব্য

সম্পর্কিত খবর

থাই রাজতন্ত্রের অপমান

মার্কিন শিক্ষকের জামিন মিলল না

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মার্কিন শিক্ষকের জামিন মিলল না

থাইল্যান্ডে রাজতন্ত্রকে অপমান করার অভিযোগে গ্রেপ্তার মার্কিন শিক্ষককে জামিন দেওয়া হয়নি। পল চেম্বার্স নামের ওই মার্কিন প্রভাষক উত্তর থাইল্যান্ডের নরেসুয়ান বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়ান। দেশের রাজতন্ত্রকে অবমাননার জন্য গত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে থাই কর্তৃপক্ষ। রাজতন্ত্রকে অপমান করার অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছরের জেল হতে পারে তাঁর।

গতকাল বুধবার চেম্বার্সের আইনজীবীদল আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে আদালতে বিচার শুরুর কোনো তারিখ ঠিক করা হয়নি। মানবাধিকার আইনজীবীদের সংস্থা থাই লইয়ার্স ফর হিউম্যান রাইটস জানায়, একটি অনলাইন সেমিনারকে কেন্দ্র করে মার্কিন প্রভাষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উনি ওই সেমিনারে বক্তা ছিলেন।
থাইল্যান্ডে ১০ বছর ধরে শিক্ষকতা করছেন চেম্বার্স। সূত্র : আলজাজিরা

 

মন্তব্য

জরিমানা গুনতে হবে দৈনিক ৯৯৮ ডলার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
জরিমানা গুনতে হবে দৈনিক ৯৯৮ ডলার

যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়ার পর কোনো অবৈধ অভিবাসী দেশটিতে অবস্থান করলে তাকে সর্বোচ্চ দৈনিক ৯৯৮ ডলার জরিমানা করার পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন। জরিমানা দিতে ব্যর্থ হলে তার সম্পত্তিও কেড়ে নিতে পারে সরকার। ১৯৯৬ সালের একটি অভিবাসন আইনের ভিত্তিতে এই জরিমানা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ সালে আইনটি প্রথমবারের মতো কার্যকর করা হয়েছিল।

ট্রাম্প প্রশাসন অতীতের সেই তারিখ থেকেই নতুন করে পাঁচ বছরের জন্য জরিমানা চালুর পরিকল্পনা করেছে। ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই জরিমানা ১০ লাখ ডলারের বেশিও হতে পারে এবং জরিমানা দিতে না পারলে সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের নিজেদের উদ্যোগে এখনই যুক্তরাষ্ট্র থেকে চলে যাওয়া উচিত। সূত্র : রয়টার্স

মন্তব্য
সংক্ষিপ্ত

চীনে নার্সিং হোমে আগুন ২০ জনের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
চীনে নার্সিং হোমে আগুন ২০ জনের মৃত্যু

চীনের হেবেই প্রদেশের একটি নার্সিং হোমে আগুন লেগে ২০ জনের মৃত্যু হয়েছে। রাজধানী বেইজিং থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তর-পূর্বে লংহুয়া কাউন্টির একটি নার্সিং হোমে স্থানীয় সময় গত মঙ্গলবার রাত ৯টার দিকে আগুন লাগে। আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা লেগে যায়। এ ঘটনায় ১৯ জন প্রাণে বেঁচেছে।

তাদের পর্যবেক্ষণে রাখার জন্য একটি হাসপাতালে নেওয়া হয়েছে। নার্সিং হোমে আগুন লাগার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নার্সিং হোমের বয়স্ক ব্যক্তিদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা এই অগ্নিকাণ্ডের পূর্ণ তদন্ত চেয়েছেন।
চীনে বৃদ্ধ-বৃদ্ধার সংখ্যা বাড়ছে। দেশটিতে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নার্সিং হোম ও প্রবীণ সেবা প্রতিষ্ঠান দ্বিগুণ হয়েছে। ২০২৩ সালে বেইজিংয়ে একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে ২৯ জন প্রাণ হারায়। মৃতদের বেশির ভাগই ছিলেন বৃদ্ধ-বৃদ্ধা।
সূত্র : বিবিসি, এএফপি

মন্তব্য

ডমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত ১১৩

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ডমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত ১১৩

ডমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে নাইট ক্লাবের ছাদ ধসে ১১৩ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত দেড় শ মানুষ।

স্থানীয় সময় গত মঙ্গলবার প্রহরে জেট সেট নাইট ক্লাবে জনপ্রিয় মেরেংগে গায়ক রুবি পেরেজের কনসার্ট চলাকালে এই দুর্ঘটনা ঘটে। রুবি পেরেজ নিজেও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন।

ওই নাইট ক্লাবে তখন কয়েক শ মানুষ ছিলেন। প্রায় ৪০০ জন উদ্ধারকর্মী জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধসে পড়া ছাদের নিচে আটকে পড়া অনেকেই হয়তো এখনো জীবিত আছেন বলে আশা প্রকাশ করেছেন সান্তো ডোমিঙ্গোর জরুরি সাড়াদান কেন্দ্রের পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্ডেজ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেট সেট সান্তো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় নাইট ক্লাব। প্রতি সোমবার সন্ধ্যায় সেখানে কনসার্টের আয়োজন করা হতো। অনেক রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও বিভিন্ন ক্ষেত্রের তারকারাও সেখানে উপস্থিত থাকতেন।

নাইট ক্লাবের ভেতরের ভিডিওতে দেখা যায়, লোকজন মঞ্চের সামনে টেবিলে বসে আছেন এবং পেছনে কিছু লোক রুবি পেরেজের গানের তালে তালে নাচছেন।

রুবি পেরেজের একজন ব্যান্ড সদস্য স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, রাত ১টার দিকে যখন ছাদ ধসে পড়ে, ক্লাব তখন কানায় কানায় পূর্ণ। প্রেসিডেন্ট লুইস আবিনাদের এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। সূত্র : বিবিসি

মন্তব্য

সর্বশেষ সংবাদ