পঞ্চম অধ্যায়
সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘সামাজিক বিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান’—কার উক্তি?
ক. এমিল ডুর্খেইম খ. টমাস মুর
গ. অগাস্ট কোঁৎ ঘ. ম্যাক্স ওয়েবার
২। সামাজিক বিজ্ঞান কী নিয়ে আলোচনা করে?
ক. মানব সম্পদের দিক
খ. দারিদ্র্য বিমোচনের দিক
গ. সামাজিক সম্পর্কের বিভিন্ন দিক
ঘ. মানব জীবনের বিভিন্ন দিক
৩। ‘সামাজিক বিজ্ঞানসমূহের মধ্যে বাস্তব আলাদা সত্তা নেই’—কার উক্তি?
ক. আর এম ম্যাকাইভার
খ. এমিল ডুর্খেইম
গ. অগাস্ট কোঁৎ
ঘ. ম্যাক্স ওয়েবার
৪।
সামাজিক কার্যাবলির মধ্যে উপলব্ধি করা যায়—
i. সামাজিক প্রক্রিয়া ii. সামাজিক সম্পর্ক
iii. মানুষের আচরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। সমাজকল্যাণের মূল প্রতিপাদ্য—
ক. সমস্যার সমাধান
খ. সমাজস্থ মানুষের কল্যাণ
গ. সমস্যা চিহ্নিতকরণ
ঘ. চ্যালেঞ্জ মোকাবেলা
৬। গ্রিক শব্দ ‘Anthropos’-এর অর্থ কী?
ক. সমাজ খ. কল্যাণ
গ. আত্মা ঘ. মানুষ
৭। সমাজকর্মের ক্ষেত্রে সমস্যা সমাধানে নৃতাত্ত্বিক পদ্ধতি গ্রহণ করা হয় কেন?
ক. মানুষের কার্যাবলি বিশ্লেষণের জন্য
খ. মানুষের আচরণ বিশ্লেষণের জন্য
গ. সমস্যা সমাধানে বস্তুনিষ্ঠ সমাধানের জন্য
ঘ. চ্যালেঞ্জ মোকাবেলায়
উদ্দীপকের আলোকে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সামাজিক বিজ্ঞানের একটি শাখা যা সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক কার্যাবলি, সামাজিক সম্পর্ক, সমাজ কাঠামো প্রভৃতি বিশ্লেষণের মাধ্যমে সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ জ্ঞান দান করে।
৮। উদ্দীপকে সামাজিক বিজ্ঞানের কোন শাখার কথা বলা হয়েছে?
ক. সমাজ বিজ্ঞান খ. সমাজ কর্ম
গ. নৃবিজ্ঞান ঘ. মনোবিজ্ঞান
৯। উদ্দীপকের বিষয়টির আলোচ্য বিষয়বস্তু হলো-
i. সমাজ কাঠামো
ii. সামাজিক সম্পর্ক
iii. মানুষের কার্যাবলি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। নৃবিজ্ঞান বিষয়টিকে অধ্যয়ন করতে হলে জানতে হবে—
i. মানুষের দৈহিক গঠন সম্পর্কে
ii. মানুষের সংস্কৃতি সম্পর্কে
iii. মানুষের রাষ্ট্রীয় অবস্থানকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১।
‘পৌরনীতি ও সুশাসনের শিক্ষাই সভ্যতার একমাত্র রক্ষাকবচ’—কার উক্তি?
ক. এডাম স্মিথ খ. বার্ট্রান্ড রাসেল
গ. জর্জ বার্নাড শ ঘ. ম্যাকাইভার
১২। পরিবেশ ও মানুষের মিথস্ত্রিয়ার প্রতি গুরুত্ব বেশি দেয় কোনটি?
ক. সমাজবিজ্ঞান খ. সমাজকর্ম
গ. মনোবিজ্ঞান ঘ. রাষ্ট্রবিজ্ঞান
১৩। সামাজিক জীব হিসেবে নৃবিজ্ঞান আলোচনা করে—
i. ভাষাগত উচ্চারণ সম্পর্কে
ii. মানুষের সংস্কৃতি সম্পর্কে
iii. মানুষের ক্রমবিকাশ সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। মানুষ ও প্রাণীর মন ও আচরণের বিজ্ঞান বলা হয় কোনটিকে?
ক. সমাজবিজ্ঞান খ. মনোবিজ্ঞান
গ. নৃবিজ্ঞান ঘ. জীববিজ্ঞান
১৫। জ্ঞানের কোন শাখা মানুষের বাহ্যিক আচরণের অভ্যন্তরীণ শক্তি অনুসন্ধান করে?
ক. সমাজকর্ম খ. মনোবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান ঘ. জীববিজ্ঞান
১৬।
‘পৌরনীতি জ্ঞানের মূল্যবান শাখা’—কার উক্তি?
ক. জন মিলস খ. জন লক
গ. ফস্টার ঘ. ই এম হোয়াইট
১৭। পৌরনীতিকে পৌরসভা ও নাগরিক সম্পর্কে আলোচনায় নাগরিকতার কোন দিক প্রকাশ পায়?
ক. জাতীয় দিক খ. সামাজিক দিক
গ. স্থানীয় দিক ঘ. আন্তর্জাতিক দিক
উদ্দীপকের আলোকে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘P’ বিষয়টি এমন একটি সামাজিক বিজ্ঞান, যা রাষ্ট্রের নাগরিকদের আচার-আচরণ, কার্যাবলি, আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক দায়িত্ব-কর্তব্য সম্পর্কে ধারাবাহিকভাবে পর্যালোচনা করে।
১৮। ‘P’ বিষয়টি কোনটিকে নির্দেশ করে?
ক. পৌরনীতি ও সুশাসন
খ. পৌরনীতি ও নাগরিকতা
গ. মনোবিজ্ঞান ঘ. সমাজবিজ্ঞান
১৯। সমাজকর্মের সাথে উক্ত বিষয়ের সম্পর্কের ক্ষেত্রে বলা যায়—
i. সমস্যার যথাযথ বিশ্লেষণ করে
ii. মানুষের অধিকার নিয়ে আলোচনা করে
iii. উন্নয়ন নিয়ে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। পৌরনীতি ও সুশাসন মানুষের মধ্যে—
i. সহমর্মিতাবোধের উন্মেষ ঘটায়
ii. ভাতৃত্ববোধের উন্মেষ ঘটায়
iii. স্বাবলম্বী করে তোলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। আধুনিক সমাজকর্ম কিসের ওপর নির্ভর করে?
ক. বৈজ্ঞানিক পদ্ধতির
খ. নৈতিকতার
গ. ধর্মবোধের ঘ. মূল্যবোধের
২২। সমাজকর্ম মানুষকে কিভাবে স্বাবলম্বী করতে চায়?
ক. সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে খ. প্রশিক্ষণের মাধ্যমে
গ. উৎসাহ প্রদানের মাধ্যমে
ঘ. অর্থনৈতিক সাহায্যদানের মাধ্যমে
২৩। সমাজকর্মের কর্মপরিধির গুরুত্বপূর্ণ দিক হচ্ছে—
i. ব্যক্তির দায়িত্ব ও কর্তব্যবোধ
ii. ভাতৃত্ববোধ
iii. সামাজিক সচেতনতাবোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪। সমাজবিজ্ঞান সমাজকে কিভাবে জানতে চায়?
ক. পূর্ণাঙ্গ ভাবে খ. সীমাবদ্ধ ভাবে
গ. আংশিক ভাবে ঘ. সংকীর্ণ ভাবে
উত্তর : ১. ক ২. গ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. খ ৯. ক ১০. ক ১১. গ ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. ক ২১. ক ২২. ক ২৩. খ ২৪. ক।