প্রথম অধ্যায়
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব
বহু নির্বাচনী প্রশ্ন
১। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগাযোগের সহায়ক মাধ্যম ছিল কোনটি?
ক. টেলিভিশন খ. রেডিও
গ. কম্পিউটার ঘ. মোবাইল
২। অতীতে বিদেশে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল কোনটি?
ক. ইন্টারনেট খ. ফ্যাক্স
গ. টেলিভিশন ঘ. চিঠি
৩। ইনফরমেশন শেয়ারিং কী?
ক. তথ্য সংরক্ষণ খ. তথ্য বিনিময়
গ. তথ্য ভান্ডার ঘ. তথ্য প্রদান
৪।
ব্যাংকের এটিএম বুথের মাধ্যমে কখন টাকা উত্তোলন করা যায়?
ক. সকালে খ. বিকেলে
গ. দুপুরে ঘ. যেকোনো সময়
৫। বর্তমানে মানুষের গুরুত্বপূর্ণ পরিচয় কোনটি?
ক. ফ্যাক্স খ. চিঠি
গ. ই-মেইল অ্যাড্রেস ঘ. ইউটিউব
৬। কিসের মাধ্যমে এখন সহজেই ব্যবসা পরিচালনা করা সম্ভব হচ্ছে?
ক. চিঠি খ. রেডিও
গ. কম্পিউটার ঘ. ইন্টারনেট
৭। ই-পর্চা কোন ধরনের সেবা?
ক. আয়কর সেবা খ. ইন্টারনেট সেবা
গ. সরকারি সেবা ঘ. সমাজসেবা
৮।
এটিএম বুথের সঙ্গে সম্পর্ক—
i. ক্রেডিট কার্ড ii. ব্যাংক
iii. ডেভিট কার্ড
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯। নিচের কোনটি তথ্য-প্রযুক্তির অবদান?
ক. সমাজ খ. সভ্যতা
গ. নেটওয়ার্ক ঘ. মানুষ
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
নাদিয়া তার নানার বাড়িতে বসে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে চাকরির দরখাস্ত করল। বাড়িতে যাওয়ার জন্য ট্রেনের টিকিটও কাটল।
১০।
নাদিয়া চাকরির আবেদন করতে ব্যবহার করে—
i. ইন্টারনেট ii. মোবাইল
iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১। টিকিট কাটতে নাদিয়া কোন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে?
ক. মোবাইল খ. রেডিও
গ. ইন্টারনেট ঘ. ই-মেইল
১২। ইন্টারনেটে সংযুক্ত হওয়ার মাধ্যম কোনটি?
ক. রেডিও খ. মডেম
গ. টেলিভিশন ঘ. মোবাইল
১৩। দেশে সবচেয়ে প্রযুক্তিবিষয়ক কম্পানি কোনটি?
ক. কম্পিউটার কম্পানি খ. মোবাইল কম্পানি
গ. ক্যামেরা কম্পানি ঘ. টেলিভিশন কম্পানি
১৪। আধুনিক বিশ্বের সম্পদ কোনটি?
ক. তথ্য খ. উপাত্ত
গ. টাকা ঘ. ই-মেইল
১৫।
দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি কোনটি?
ক. টেলিভিশন খ. টেলিফোন
গ. ক্যামেরা ঘ. রেডিও
১৬। রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়—
i. ইন্টারনেট ii. আলট্রাসনোগ্রাম
iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭। যোগাযোগ করার পদ্ধতিকে মোটামুটি কয় ভাগে ভাগ করা যায়?
ক. ৫ খ. ৪
গ. ৩ ঘ. ২
১৮। গবেষণার অপরিহার্য অঙ্গ—
i. ইন্টারনেট ii. ওয়েবসাইট
iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৯। ব্যবসায়ের একটি বড় খরচ কী?
ক. পণ্যের মজুদ খ. উৎপাদন
গ. প্রচার ঘ. বাজার বিশ্লেষণ
২০। SMS-এর পূর্ণরূপ কোনটি?
ক. Short Message Service
খ. Shorts Message Service
গ. Short Messege Service
ঘ. Short Message Services
২১। ইন্টারনেটের অধিবাসীদের কী বলা হয়?
ক. নেটিজেন খ. জেন জি
গ. সিটিজেন ঘ. ইউজার
২২। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো?
ক. বাণিজ্য খ. সরকার
গ. ইন্টারনেট ঘ. রাজনীতি
২৩। আউটসোর্সিং-এর জন্য অত্যাবশ্যক কোনটি?
ক. পেনড্রাইভ খ. ইন্টারনেট
গ. সুইচ ঘ. রাউটার
২৪। সরকারি সব তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া হয় কিসের মাধ্যমে—
i. ইন্টারনেট ii. ওয়েবসাইট
iii. ওয়েব পোর্টাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৫। চিকিৎসাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে—
i. চিকিৎসা ব্যয় কমানো সম্ভব
ii. শিশুমৃত্যুহার কমানো সম্ভব
iii. মাতৃমৃত্যু স্থির করা সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৬। বর্তমান বিশ্বে কিসের মাধ্যমে শিক্ষাদান সর্বোত্তম?
ক. স্যাটেলাাইট খ. টেলিভিশন
গ. ইন্টারনেট ঘ. কম্পিউটার
২৭। কোনটির প্রভাবে পৃথিবী নানাভাবে বদলে যাচ্ছে?
ক. আইসিটি খ. রেডিও
গ. টেলিভিশন ঘ. মোবাইল
২৮। তথ্য-প্রযুক্তি ব্যবহারের ফলে কর্মীর কী বৃদ্ধি পায়?
ক. বেতন খ. ব্যস্ততা
গ. দক্ষতা ঘ. যোগাযোগ
২৯। ঘরে বসে কাজ করার অফিসকে কী বলা হয়?
ক. হোম অফিস খ. টিউটর
গ. দক্ষতা ঘ. ভার্চুয়াল অফিস
৩০। অনলাইন পত্রিকা দেখার জন্য প্রয়োজন?
i. স্মার্ট মোবাইল ii. কম্পিউটার
iii. ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর : ১. খ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ক ২০. ক ২১. ক ২২. খ ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. গ ২৭. ক ২৮. গ ২৯. ঘ ৩০. ঘ।