<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগকে ইঙ্গিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখোমুখি করে রাখা হয়েছিল। বলা হয়েছিল, একদল স্বাধীনতার পক্ষে আর একদল স্বাধীনতার বিপক্ষে। পক্ষের স্লোগান দিয়ে যে দলটি মানুষকে শোষণ করেছিল, তারা কার্যত অন্য দেশের কাছে দেশ ইজারা দিয়ে রেখেছে। গতকাল সোমবার রাতে রংপুরের পাগলাপীরে স্থানীয় জামায়াত আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামায়াত আমির বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই দেশে মুসলমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান এই চারটি ধর্মের মানুষের পাশাপাশি অন্য জাতের মানুষ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করে আসছি। হিংসা-বিদ্বেষ নেই বললেই চলে। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের পূর্বপুরুষরা রেখে গেছেন। কিন্তু ওই দলটি মুক্তিযুদ্ধের নামে পক্ষে-বিপক্ষে নয়, বরং শুধু ধর্মের ভিত্তিতে মানুষকে সংখ্যাগুরু-সংখ্যালঘু আখ্যায়িত করে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৭২-এর ১০ জানুয়ারি ক্ষমতায় এসে চার বছরের বেশি টিকতে পারেনি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডা. শফিকুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৯৭২ থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংখ্যালঘু বলে মায়া কান্না করে তাদের জায়গাজমি দখল করে অন্যায়ভাবে তারাই তাদের সম্পদের ওপর হাত দিয়েছে, তাদের ইজ্জতের ওপর হাত দিয়েছে। অথচ তারা মায়া কান্না করে আর দোষটা চাপায় এ দেশের দেশপ্রেমিক মানুষ, বিশেষ করে যারা নিষ্ঠাবান মুসলমান তাদের ওপর।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>