<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকার জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার সরকারের পক্ষ থেকে খসড়া ঘোষণাপত্র বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের কাছে পাঠানো হয়েছে। খসড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্রের খসড়ার অনেকাংশে মিল পাওয়া গেছে। শুধু সামান্য কিছু সংশোধন রয়েছে। ঘোষণাপত্র চূড়ান্ত করতে আগামীকাল বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করা হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন রাজনৈতিক গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পথ বিনির্মাণে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া গত ২৯ ডিসেম্বর প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর আপত্তির মুখে ঘোষণাপত্র বাস্তবায়নের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এবার বৈষম্যবিরোধীদের খসড়া ঘোষণাপত্রের মূল বক্তব্য অপরিবর্তিত রেখে কিছু শব্দ সংযোজন-বিয়োজন শেষে সরকারের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া প্রকাশ করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশিত খসড়া ঘোষণাপত্রের মতো সরকারের খসড়ায় ফ্যাসিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৭২-এর সংবিধান পরিবর্তন বা প্রয়োজনে বাতিলের অভিপ্রায় জানানো হয়েছে। শিক্ষার্থীদের খসড়ায় বৈষম্যমুক্ত নতুন রাজনৈতিক গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রয়োজন উল্লেখ করা হয়েছিল। রাজনৈতিক দল ও অংশীজনদের কাছে পাঠানো সরকারি খসড়ায় </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৭২ এবং ১/১১ সময়ের রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটাতে একটি নতুন জনতন্ত্র (রিপাবলিক) প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারের খসড়া ঘোষণাপত্রে বলা হয়েছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে লালন করার দলিল ১৯৭২ সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করলাম। আমরা এই ঘোষণা প্রদান করলাম যে ১৯৭২ ও ১/১১ সময়কালের রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটানোর জন্য আমাদের একটি নতুন জনতন্ত্র (রিপাবলিক) প্রয়োজন, যা রাষ্ট্রে সব ধরনের নিপীড়ন, শোষণ ও বৈষম্যের অবসান ঘটাবে এবং এ দেশের তরুণসমাজের প্রত্যাশাকে ধারণ করতে পারবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই গণ-অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাটের অপরাধগুলোর উপযুক্ত বিচার করা হবে বলে অভিব্যক্তি ব্যক্ত করা হয় সরকারের খসড়া ঘোষণাপত্রে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খসড়ার মতো সরকার প্রকাশিত খসড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং ৫ আগস্ট ২০২৪ থেকে কার্যকর ধরে নেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণার জন্য গত ৩০ ডিসেম্বর শহীদ মিনারে বড় সমাবেশের প্রস্তুতি নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে সমালোচনার মুখে ২৯ ডিসেম্বর রাতেই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম। এর পরিপ্রেক্ষিতে ৩০ ডিসেম্বর ঘোষণাপত্র ঘোষণার কর্মসূচি স্থগিত করা হলেও ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য ১৫ জানুয়ারি (আজ) পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই খসড়ার সাদৃশ্য-বৈসাদৃশ্য</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তী সরকারের খসড়া ঘোষণাপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, দুটি খসড়ার মূল বক্তব্য অপরিবর্তিত রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইংরেজি ভাষায় ঘোষণাপত্রটি প্রকাশ করেছিল। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের খসড়া ঘোষণাপত্রের শুরু ও শেষাংশ ইংরেজি থেকে বাংলা ভাবানুবাদ বলে মনে হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইংরেজি ঘোষণাপত্রে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েমে সামরিক, আইনি, প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকীকরণের বিষয়টি উল্লেখ করা হয়। অন্তর্বর্তী সরকার প্রকাশিত ঘোষণাপত্রে বলা হয়েছে, বিগত সরকারের আমলে একটি চরম গণবিরোধী, একনায়কতান্ত্রিক, মানবিক অধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি খুনি রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১৫ বছরে যেকোনো বিরোধী মতের প্রতি বলপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপকতার বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খসড়ায় উল্লেখ করা হয়। সরকার প্রকাশিত খসড়ায় রাজনৈতিক দল, ছাত্র, শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ গত ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে জেলজুলুম, হামলা-মামলা, গুম-খুন ও আইনবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে উল্লেখ করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীদের ঘোষণাপত্রে পিলখানা, শাপলা চত্বর হত্যাকাণ্ড ও প্রহসনমূলক বিচারব্যবস্থার মাধ্যমে মানুষ হত্যার ঘটনা এবং বাংলাদেশপন্থী অবস্থানের জন্য ভারতবিরোধীদের মারধর ও জোরপূর্বক গুমের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকার প্রকাশিত ঘোষণাপত্রে এ প্রসঙ্গে বলা হয়েছে, বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব, শোষণ ও খবরদারির বিরুদ্ধে এ দেশের মানুষের ন্যায়সংগত আন্দোলনকে তল্পিবাহক আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক </span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে সর্বদলীয় বৈঠক করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানান, সেদিনই স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি দেওয়া হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের আয়োজনে গতকাল সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মাহফুজ আলম এই তথ্য জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহফুজ আলম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আশা করি, বৃহস্পতিবার এই বৈঠকের ভেতর দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্র জারি করার বিষয়ে ভূমিকা রাখবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহফুজ আলম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে গণ-অভ্যুত্থানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মতামত নিলেও জাতীয় পার্টির মতামত প্রয়োজন মনে করছি না। ২০১৮ সালের নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে এবং প্রতারিত হয়েছে। জাতীয় পার্টির ভূমিকা সম্পর্কে আমরা সবাই স্পষ্ট। আমরা তাদের কোনো মিটিংয়ে ডাকিনি। এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলা বা পরামর্শ করা যৌক্তিক বলে মনে করছি না। প্রয়োজনও মনে করছি না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, বাম দলগুলোর মধ্য অনেক সংগঠন রয়েছে, যে সংগঠনগুলো গণ-অভ্যুত্থানে সহযোগিতা করেছে এবং অংশগ্রহণ করেছে, তাদের সঙ্গে অবশ্যই কথা হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>