<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই-আগস্টের ঘটনা আমরা নিজের চোখে দেখেছি। এবার জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনার আমলের দুঃশাসনের চিত্র ফুটে উঠেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে পুলিশের তদন্ত ম্যানিপুলেট হয়। অনেক ক্ষেত্রে প্রকৃত চিত্র উঠে আসে না। জাতিসংঘের রিপোর্টে পুরো বিষয়টি উঠে এসেছে। আমার প্রশ্ন হলো, জাতিসংঘ খুব কম সময়ে এত বড় একটি রিপোর্ট তৈরি করতে পারল, অথচ বাংলাদেশের তদন্তকারীরা একটা চার্জশিট দিতে পারল না। এটা দুঃখজনক। জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর কী ধরনের হামলা হয়েছে, জাতিসংঘের রিপোর্টে সারা দুনিয়ায় তা প্রমাণিত হয়ে গেল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে বাংলাদেশের বর্তমান সরকার বলবে, সেটা সবাই ধরে নিন। কিন্তু এবার জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর প্রমাণিত হলো অন্তর্বর্তী সরকার হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে যা বলছে, তা মিথ্যা বা অতিরঞ্জিত নয়। জাতিসংঘ নিরপেক্ষ চিত্র তুলে ধরেছে। জাতিসংঘের এই রিপোর্ট দেখে ভারতের বোধোদয় হওয়ার কথা। সে দেশের মিডিয়া যেভাবে প্রপাগান্ডা চালিয়েছে, আমি মনে করি, এখন তারা সত্যিটা জেনে থামবে। আর যদি না থামে, তাহলে ধরে নিতে হবে, এতে ভারত সরকারের ইন্ধন রয়েছে। এত দিন ভারত ইউনূস সরকারের বিরুদ্ধে ফাইট দিয়েছে, এবার জাতিসংঘের সঙ্গে ফাইট দিতে হবে। না হলে জাতিসংঘের এই রিপোর্ট মেনে নিয়ে তারা চুপ হয়ে যাবে বলে আমার ধারণা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বইমেলায় তসলিমা নাসরিনের বই নিয়ে যে ঘটনা ঘটে গেল, এটাকে আমি ছাত্রলীগের বানানো ঘটনা বলে মনে করি। কারণ বইমেলায় এর আগেও তসলিমা নাসরিনের বই বের হয়েছে। সেখানে টুপি পরা লোকজন গিয়ে বই খুঁজেছে, সেই চিত্র দেখা যায়নি। এবার কেন হলো? এর মানে দাঁড়ায়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি ঝামেলা তৈরি করার সূক্ষ্ম প্ল্যান করা হয়েছে।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি মনে করি, জুলাই হত্যাকাণ্ডের মামলার তদন্ত দ্রুত শেষ করে বিচার শুরু করতে হবে। বিচার করার জন্য এক্সপার্টদের নিয়োগ দেওয়া দরকার। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি মনে করি, এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ভারত সরকারের উচিত হবে, সরি বলে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেখক : চেয়ারপারসন, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>