<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন রবিন হোডস। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে নতুন দায়িত্ব পালন করবেন হোডস। তিনি কৌশল, শাসন, অ্যাডভোকেসি, নীতি এবং গবেষণার বিভিন্ন বৈশ্বিক সেক্টরে নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া মানবতা এবং জলবায়ুসংক্রান্ত বিষয়গুলোকে কেন্দ্র করে ব্যাবসায়িক অনুশীলনের পক্ষে কাজ করেছেন হোডস। বিশ্বব্যাপী অনুসন্ধানের মাধ্যমে বাছাই করে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে জিআরআই।</span></span></span></span></p>