যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের হাতে বর্তমানে আনুমানিক দুই লাখ বিটকয়েন আছে। যার বাজারদর এক হাজার ৭৫০ কোটি ডলার। এই ডিজিটাল মজুদ দিয়েই যাত্রা শুরু করেছে ট্রাম্পের কৌশলগত ক্রিপ্টোমুদ্রার রিজার্ভ। গত বৃহস্প্রতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোমুদ্রার কৌশলগত রিজার্ভ গড়ার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
বিশ্ববাণিজ্য
১৭০০ কোটি ডলারের ক্রিপ্টোমুদ্রায় যুক্তরাষ্ট্রের কৌশলগত রিজার্ভ শুরু
- ট্রাম্পের নির্বাহী আদেশে স্বাক্ষর
বাণিজ্য ডেস্ক

এর আগে ট্রাম্প কৌশলগত রিজার্ভ হিসেবে পাঁচ ডিজিটাল মুদ্রার নাম ঘোষণা করেছেন। ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, ক্রিপ্টোমুদ্রার মধ্যে থাকবে এক্সআরপি, এসওএল এবং এডিএ। আমি নিশ্চিত করছি যে যুক্তরাষ্ট্র হবে বিশ্বের ক্রিপ্টোমুদ্রার রাজধানী। তার এক ঘণ্টা পরই সামাজিক মাধ্যমে আরেকটি পোস্টে ট্রাম্প জানান, এবং নিশ্চিতভাবেই ক্রিপ্টোমুদ্রার মধ্যে আরো থাকবে বিটিসি ও ইটিএইচ।
এদিকে গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রকে ক্রিপ্টোকারেন্সি খাতে বৈশ্বিক নেতৃত্ব অর্জনে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। এ সময় ওই খাতের নেতারা আগের প্রশাসনের ডিজিটাল সম্পদের বিরুদ্ধে, তাঁদের কথায়, অন্যায্য আক্রমণের ধারা উল্টে দেওয়ার জন্য ট্রাম্পের প্রশংসা করেন। হোয়াইট হাউসে আয়োজিত প্রথম ‘ক্রিপ্টো সম্মেলনে’ ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এই খাতে সবার আগে থাকা খুবই জরুরি।’
এই সম্মেলনে বিভিন্ন ক্রিপ্টো প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা, মন্ত্রিসভার কর্মকর্তা ও আইন প্রণেতারা অংশ নেন, যাঁদের অনেকেই পর্যায়ক্রমে ডিজিটাল সম্পদের বিষয়ে ট্রাম্পের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
ট্রাম্প আবারও সুবিধাজনক আইন ও সহজ নীতিমালা প্রণয়নের মাধ্যমে ক্রিপ্টো শিল্পকে সহায়তা করার ইচ্ছার কথা ব্যক্ত করেন।
ক্রিপ্টো শিল্পকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নতুন ট্রাম্প প্রশাসন ধারাবাহিকভাবে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে, যার সর্বশেষটি ছিল শুক্রবারের এই সম্মেলন। এসব উদ্যোগের মধ্যে আছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বড় বড় ক্রিপ্টো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া বেশ কিছু পদক্ষেপ বাতিল করা। এ রকম বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নেতারা শুক্রবারের সম্মেলনে উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার ট্রাম্প ‘কৌশলগত বিটকয়েন রিজার্ভ’ তৈরির জন্য নির্বাহী আদেশে সই করেন। ফৌজদারি ও দেওয়ানি মামলার মাধ্যমে অনেক ক্রিপ্টোকারেন্সি সম্পদ জব্দ করেছে দেশটির সরকার, যার বর্তমান বাজারদর প্রায় এক হাজার ৭০০ কোটি ডলার। সূত্র : ভোয়া, বিবিসি
সম্পর্কিত খবর

করপোরেট খবর

ওয়ালটন : দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এনেছে নতুন মডেলের ১৩টি হাইব্রিড সোলার আইপিএস সলিউশন। ওয়ালটনের নতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমাবে। ওয়ালটনের কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ‘আইপিএস সলিউশন মডেলগুলো বর্তমানে ৭৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে পাঁচ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত দামের মধ্যে পাওয়া যাচ্ছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯২তম সভা হয়েছে গত মঙ্গলবার।

সংক্ষিপ্ত
ডিএসইতে সূচকের উত্থানেও কমেছে লেনদেন
বাণিজ্য ডেস্ক

ঈদের ছুটির আগে গতকাল বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ কার্যদিবস। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়। গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫২১৯ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬৯ ও ১৯১৭ পয়েন্টে রয়েছে।