বৈশ্বিক আর্থিক র্যাংকিংয়ের শীর্ষে থাকা নিউইয়র্কের কাছাকাছি অবস্থানে চলে এসেছে লন্ডন। যুক্তরাজ্যের ব্যাংকিং ও বিনিয়োগ খাতকে চাঙ্গা করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কারণে র্যাংকিংয়ের দ্বিতীয় স্থান দখল করেছে লন্ডন। বিশ্বের অর্থনৈতিক কর্তৃত্ব থাকে নিউইয়র্কের হাতে। তবে সম্প্রতি বিনিয়োগ বাড়াতে নেওয়া উদ্যোগ, করছাড় ও স্টক এক্সচেঞ্জে প্রবেশের নিয়ম-নীতি শিথিল করায় ভালো ফল পেতে শুরু করেছে যুক্তরাজ্য।
বিশ্ববাণিজ্য
বিশ্বের শীর্ষ অর্থনৈতিক কেন্দ্র নিউইয়র্ক, দ্বিতীয় লন্ডন
- গ্লোবাল ফিন্যানশিয়াল সেন্টারস ইনডেক্স রিপোর্ট
- নিউইয়র্কের সঙ্গে এখন লন্ডনের ব্যবধান মাত্র ৭ পয়েন্টের
- ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে নিউইয়র্ক
বাণিজ্য ডেস্ক

অর্থনীতির বিভিন্ন সূচক বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার লন্ডনভিত্তিক আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠান জেড/ইয়েন গ্রুপের প্রকাশিত গ্লোবাল ফিন্যানশিয়াল সেন্টারস ইনডেক্স বা জিএফসিআই ৩৭ থেকে এসব তথ্য জানা গেছে। এই তালিকা প্রকাশে সহায়তা করেছে চায়না ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বা সিডিআই। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে নিউইর্য়ক।
জেড/ইয়েন গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক মাইকেল মেইনেলি বলেন, বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক কেন্দ্রগুলো বিনিয়োগকারীদের আস্থা ধরে রেখেছে। তবে এই তালিকা প্রকাশ করা হয়েছে গত বছরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন যেসব সিদ্ধান্ত নিচ্ছেন সেটি তালিকায় স্থান পায়নি। ট্রাম্প প্রশাসনের বর্তমান কর্মকাণ্ডের ফলে আগামী তালিকায় ব্যাপক রদবদল দেখা যেতে পারে।
গত ১৬ বছর ধরে জিএফসিআই বছরে দুবার করে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক কেন্দ্র বা শহরগুলোর তালিকা প্রকাশ করে আসছে।
সূত্র : লং ফিন্যান্স, রয়টার্স, মার্কেট স্ক্রিনার
সম্পর্কিত খবর

করপোরেট খবর

ইসলামী ব্যাংক : ইসলামী ব্যাংক বাংলাদেশের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ এতে সভাপতিত্ব করেন। সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আবু বকর রফীক, সদস্যসচিব অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
প্রাইম ব্যাংক : দাতব্য কাজ পরিচালনা করতে ঢাকা আহছানিয়া মিশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক।
ওয়ালটন : ওয়ালটনের ডিপ ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হলেন সিলেটের কানাইঘাটের কাওসার আহমেদ। এর আগে সিজন-২২-এ ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির, নেত্রকোনার খোকন মিয়া ও ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলী মর্তুজা।
শাহ্জালাল ইসলামী ব্যাংক : শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৯২তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ এতে সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালক ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, মো. আব্দুল বারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফতার ও সাহরি ফেস্ট করবে ফুডি
বাণিজ্য ডেস্ক

বাংলাদেশের ফুড ডেলিভারিভিত্তিক ফুডি অ্যাপ একটি ব্যতিক্রমধর্মী ফেস্টিভাল আয়োজন করতে যাচ্ছে। যার নাম হবে ফুডি ইফতার ও সাহরি ফেস্ট ২০২৫। এই ফেস্ট আগামী ২৯ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে বিরতিহীনভাবে রাত ১১টা পর্যন্ত রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে অনুষ্ঠিত হবে। এই মেলার মাধ্যমে পবিত্র রমজান মাসে নানাবিধ আয়োজনের সমাহার নিয়ে উপস্থিত থাকবে নতুন, পুরান ঢাকার রেস্টুরেন্টগুলোর মধ্যে প্রায় ৩০টি স্টল।