এটি শুধু জ্ঞানের আলো ছড়ায় না, বরং সমাজের আচার-ব্যবহার ও চিন্তাধারায় ইতিবাচক প্রভাব ফেলে। কালের কণ্ঠের দেড় দশকে পদার্পণের এই শুভক্ষণে আন্তরিক মোবারকবাদ জানাই ইসলামী জীবন টিমসহ গোটা কালের কণ্ঠ পরিবারকে। মহান আল্লাহর কাছে দোয়া করি, এই প্রচেষ্টা যেন আরো বিস্তৃত হয় এবং মানবজীবনে কল্যাণ বয়ে আনে।

পাঠকের দোরগোড়ায় ইসলামের বাহক
আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী, প্রতিষ্ঠাতা পরিচালক, দারুল মা‘আরিফ, চট্টগ্রাম
দেশের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম দৈনিক কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা। সংবাদ প্রকাশের পাশাপাশি পত্রিকাটি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য প্রতিদিন ইসলামী জীবন পাতা প্রকাশ করছে। এতে সচেতন পাঠক প্রতিদিনের খবর পাঠের পাশাপাশি নিজেকে ইসলামী জ্ঞানে সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে। পত্রিকাটি ইসলামের মৌলিক বিষয়গুলো যেমন নিয়মিত তুলে ধরছে, তেমনি সমাজের সর্বস্তরে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিচ্ছে। পাঠকের কাছে মুসলিম ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরে ইসলামী সংস্কৃতির প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক কথায়, তা সব শ্রেণির মানুষের দৌরগড়ায় ইসলামের বাহক। এর মাধ্যমে দাওয়াত ও ইসলাহের কাজগুলো সুন্দরভাবে পালিত হচ্ছে। এতে করে আধুনিক যুগে ইসলামের আবশ্যিকতা নিয়েও শিক্ষিত সমাজে গড়ে উঠছে ইসলামের প্রতি ইতিবাচক মনোভাব। আমি আশা করি, পত্রিকাটি জাতীয় ইসলামী ইস্যুতে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবে এবং সত্য প্রকাশের পথে তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। কালের কণ্ঠ ও এর ইসলামী জীবন পাতা-সংশ্লিষ্টদের জন্য আমি দোয়া করছি এবং দুনিয়া ও আখিরাতের তাঁদের জন্য সাফল্য ও কল্যাণ কামনা করছি।

প্রতিদিন ইসলামী লেখা প্রকাশ প্রশংসনীয় উদ্যোগ
আল্লামা মাহমুদুল হাসান, চেয়ারম্যান, সম্মিলিত কওমি শিক্ষা বোর্ড (হাইআ)
ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মকৌশল হলো প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠান তার নিজ নিজ কর্মক্ষেত্রে দ্বিনি দায়িত্ব পালন করবে এবং ইসলাম ও মুসলমানের কল্যাণে কাজ করবে। এই লক্ষ্য অর্জনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একটি সংবাদপত্রের দায়িত্ব হলো, তার প্রচার-প্রসারে ইসলামকে অন্তর্ভুক্ত করা এবং ইসলামবিরোধী কাজগুলো থেকে বিরত থাকা।
দৈনিক কালের কণ্ঠ এ ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। একটি প্রথম সারির পত্রিকা হিসেবে তারা প্রতিদিন ইসলামী জীবন পাতা প্রকাশ করছে, যা আমাদের মাঝে আশার সঞ্চার করেছে।
তাদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আল্লাহ তাদের এই উদ্যোগকে মানুষের কল্যাণে কবুল করুন এবং এর মাধ্যমে ইসলাম প্রচারের মহান কাজকে আরো বিস্তৃত করুন।
আশা করি, দৈনিক কালের কণ্ঠ তাদের প্রচার-প্রসারে ইসলামবিরোধী যেকোনো উপাদান পরিহারের ক্ষেত্রে আরো বেশি সচেতন হবে এবং সব সময় ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করবে। দৈনিক কালের কণ্ঠের ১৫ বছর পূর্তি উপলক্ষে আমার পক্ষ থেকে আন্তরিক দোয়া ও মোবারকবাদ রইল। আল্লাহ তাআলা তাদের এই প্রচেষ্টা এবং ভবিষ্যতের প্রতিটি উদ্যোগে বারাকাহ দান করুন। আমিন।

কালের কণ্ঠের ইসলামী আয়োজন পাঠকের প্রশংসা কুড়িয়েছে
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, আমির, ইসলামী আন্দোলন, বাংলাদেশ
একটি সমাজে পত্রিকা ও সংবাদমাধ্যমের নানামুখী ভূমিকা থাকে। গুরুত্বের বিচারে সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভও বলা হয়। তাই সৎ ও দায়িত্বশীল একটি সংবাদপত্র যেমন জাতিকে পথ দেখাতে পারে, তেমনি তার দায়িত্বহীন ভূমিকা জাতির জন্য বিপদ ডেকে আনতে পারে। দৈনিক কালের কণ্ঠ আগামী দিনে জুলুম ও বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ গড়তে ইতিবাচক ভূমিকা পালন করবে এবং ইসলাম ও মুসলমানদের পক্ষে কথা বলবে বলে আশা করি। জাতীয় দৈনিক কালের কণ্ঠ সূচনা থেকে নিয়মিত দৈনিক ও সাপ্তাহিক আয়োজনে ইসলামী লেখা প্রকাশ করে পাঠকের কাছে প্রশংসিত হচ্ছে।
দেড় দশক পূর্তি উপলক্ষে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। মহান আল্লাহর দরবারে দোয়া করি, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সব সংবাদকর্মীকে দেশ ও জাতির কল্যাণে কবুল করে নিন। আমিন।

ধর্ম পাতার সমৃদ্ধ আয়োজন আমার দৃষ্টি আকর্ষণ করেছে
শায়খ আহমাদুল্লাহ, চেয়ারম্যান, আস-সুন্নাহ ফাউন্ডেশন
দৈনিক কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
একটি সংবাদপত্র শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি জাতির চেতনা, মূল্যবোধ ও উন্নয়নের প্রতিফলক। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে, যেখানে সত্যনিষ্ঠ সাংবাদিকতা সমাজের অসংগতি তুলে ধরে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জোগায় এবং ন্যায় ও মানবিকতার আলোয় জাতিকে আলোকিত করে।
আমরা এমন একসময়ে বসবাস করছি, যখন সত্য ও মিথ্যার মধ্যকার সীমানা প্রায়ই ঝাপসা হয়ে যায়। এমন বাস্তবতায় দৈনিক কালের কণ্ঠের প্রতি আমাদের প্রত্যাশা, দৈনিকটি যেন সততা, বস্তুনিষ্ঠতার মাধ্যমে সত্যিকারের গণমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে।
দৈনিক কালের কণ্ঠ তার সূচনা থেকে প্রতিদিন তাফসির ও সাপ্তাহিক ধর্ম পাতা প্রকাশ করে আসছিল। ২০১৯ সাল থেকে প্রতিদিন নিয়মিত ইসলামী জীবন পাতা বের করছে। পাতাটির বিষয়-বৈচিত্র্য ও সমৃদ্ধ আয়োজন আমার দৃষ্টি আকর্ষণ করেছে। এটি কালের কণ্ঠের অন্যতম পাঠকপ্রিয় পাতা। আমি দৈনিক কালের কণ্ঠ ও কালের কণ্ঠের ইসলামী জীবন পাতার সার্বিক সাফল্য কামনা করছি।

আধুনিকতা ও আধ্যাত্মিকতার অভূতপূর্ব সমন্বয়
মুফতি শাহেদ রহমানী, বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ
দেশের প্রথম সারির সংবাদপত্র দৈনিক কালের কণ্ঠ কৃতিত্বের সঙ্গে তার সাফল্যের আরেকটি বছর পার করেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। আলহামদুলিল্লাহ দেড় দশক ধরে এই পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে।
এই পত্রিকার বিশেষ আকর্ষণ ‘ইসলামী জীবন পাতা’ উম্মাহর খিদমতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিতর্কের ঊর্ধ্বে থেকে উম্মাহর ইসলামী জ্ঞানের পিপাসা নিবারণে এই পাতার ভূমিকা অনস্বীকার্য। কোরআন-হাদিসের আলোকে বিশুদ্ধ ও যুগোপযোগী তথ্য-উপাত্ত প্রদান, রুচিশীল অলংকরণ ও প্রযুক্তির ব্যবহারে এই পাতা অপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশে সম্ভবত এটাই প্রথম ইসলামী পাতা, যারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে তথ্যবহুল আধুনিক ইসলামী সমস্যাগুলোর সমাধানের পাশাপাশি প্রযুক্তির আধুনিক ব্যবহারও তাদের পাতায় ফুটিয়ে তুলেছে। প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনকারী কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্ভবত এই পাতাটিই নিয়মিত করে দেখিয়েছে। এক কথায়, এই পাতায় আধুনিকতা ও আধ্যাত্মিকতার অভূতপূর্ণ সমন্বয় দেখা যায়। দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে কালের কণ্ঠ পরিবারের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। মহান আল্লাহ তাদের খিদমতকে কবুল করুন।

দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে ইসলামী জীবন পাতা
আল্লামা আবু তাহের নদভী, মহাপরিচালক, জামিয়া আল ইসলামিয়া পটিয়া
বাংলাদেশের প্রথম সারির পত্রিকা দৈনিক কালের কণ্ঠ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি কয়েক বছর ধরে দৈনিক এক পৃষ্ঠার রঙিন ইসলামী জীবন পাতা ছাপার মাধ্যমে ইসলামের খিদমত করে যাচ্ছে তারা। শুরু থেকেই এই পাতা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। ইসলামী জ্ঞান অর্জনে ইচ্ছুক পাঠক মহলে এই পাতার বিশেষ অবস্থান আছে। কারণ সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানুষের মনের মধ্যে জাগা ইসলামী জিজ্ঞাসাগুলোর জবাব এই পাতায় খুব সাবলীলভাবে পাওয়া যায়। দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামের তথ্যের পাশাপাশি আধুনিক মাসআলা-মাসায়েল তুলে ধরার ক্ষেত্রে এই পাতার অবদান অনস্বীকার্য।
প্রিয় দৈনিকের ১৫ বছর পূর্তিতে কালের কণ্ঠ পরিবারকে আন্তরিক মোবারকবাদ জানাই। মহান আল্লাহ তাদের খিদমত কবুল করুন। আমিন।

হক্কানি আলেমদের তত্ত্বাবধানে ধর্মীয় লেখা
আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদী, সভাপতি, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী
আমি জেনে আনন্দিত যে বাংলাদেশের অন্যতম প্রধান সংবাদপত্র দৈনিক কালের কণ্ঠ ১৫ বছর পূর্ণ করে ১৬ বছরে পদার্পণ করছে। পত্রিকাটি তার সূচনালগ্ন থেকে ইসলামবিষয়ক লেখা প্রকাশ করে আসছে। বর্তমানে কালের কণ্ঠ প্রতিদিন ‘ইসলামী জীবন’ পাতা প্রকাশ করছে। আমি আরো খুশি হয়েছি এ কথা জেনে, হক্কানি-রব্বানি আলেমরা এই পাতার নেগরানি (তত্ত্বাবধান) করে থাকেন। পাতায় যাঁরা করেন তাঁদের সবাই আলেম ও বিশুদ্ধ আকিদায় বিশ্বাসী। কোরআন-হাদিসের বিভিন্ন বিষয়ে মতভেদ ও দৃষ্টিভঙ্গির পার্থক্য বর্তমানে খুব লক্ষণীয়। সমাজে নানা ফিরকা ও তরিকার প্রচলন ঘটেছে। এসবের মধ্যে সমন্বয় ও ঐক্যের প্রয়াস পরিলক্ষিত হয় এই পাতায়।
আমি আশা করি, আগামী দিনেও দৈনিক কালের কণ্ঠ দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসলামী জীবন পাতা কোরআন-হাদিসের বিশুদ্ধ জ্ঞান প্রচারের মাধ্যমে মানুষের ঈমান-আখলাকের উন্নতি সাধনের পাশাপাশি তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। দৈনিক কালের কণ্ঠ ও তার পরিবারভুক্ত সবাইকে আল্লাহ সততার সঙ্গে কল্যাণের পথে পরিচালনা করুন। আমিন।

কালের কণ্ঠ হোক দেশ ও মানবতার কণ্ঠস্বর
মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, সহসভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ
দৈনিক কালের কণ্ঠ দেশের শীর্ষ ও জনপ্রিয় জাতীয় দৈনিকগুলোর একটি। জাতীয় দৈনিকটি ১৫ বছর পূর্ণ করে ১৬ বছরে পদার্পণ করেছে। পাঠকের ভালোবাসা ও আস্থা না থাকলে নিশ্চয়ই পত্রিকাটি এত দূর আসতে পারত না। দৈনিক কালের কণ্ঠের আগামীর দিনগুলোও সুন্দর হোক এই প্রত্যাশাই করি।
ইসলামী জীবন পাতা দৈনিক কালের কণ্ঠের পাঠকপ্রিয় পাতা। একটি প্রাত্যহিক পাতা হওয়ার পরও পাতাটির বিষয়-বৈচিত্র্য ও লেখার মান প্রশংসনীয়। শুরু থেকে আজ অবধি তারা তাদের পাতার মান মোটামুটি অক্ষুণ্ন রাখতে সক্ষম হয়েছে।
আশা করি, দৈনিক কালের কণ্ঠ ভবিষ্যতে দেশ, জাতি ও মানবতার কণ্ঠস্বর হয়ে উঠবে; বিশেষত দেশের আলেমসমাজ ইসলামী অঙ্গনের ব্যাপারে আরো ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করবে। আল্লাহ সবার কল্যাণ করুন। আমিন।

ইসলামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে সিদ্ধহস্ত
ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী, সহকারী অধ্যাপক, আরবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
জাতীয় দৈনিকে যতগুলো ইসলামী পাতা হয় তার মধ্যে কালের কণ্ঠের ইসলামী জীবন পাতাটি আমার কাছে সুন্দর, পরিশীলিত ও বিষয়বস্তুতে এগিয়ে রয়েছে বলে মনে হয়। কালের কণ্ঠের ইসলামী জীবন পাতা গতানুগতিক বলয়ের বাইরে নতুনত্ব ও আধুনিকতায় সর্বজন আকর্ষণধন্য। উদ্ধৃতি সূত্র, প্রামাণ্যতায় দারুণ মুনশিয়ানার ইসলামময় জীবন গড়ার নির্দেশনা দেয়। ইসলামী মূল্যবোধ, উম্মাহর ঐক্য ও ইসলামের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সিদ্ধহস্ত।
আমি মনে করি, কালের কণ্ঠের ইসলামী জীবন পাতার মাধ্যমে সর্বশ্রেণির পাঠক উপকৃত হচ্ছে এবং আগামী দিনেও কল্যাণের এই ধারা অব্যাহত থাকবে। কালের কণ্ঠ পরিবার ও কালের কণ্ঠ ইসলামী জীবন পাতার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

একটি প্রশংসনীয় আয়োজন ইসলামী জীবন পাতা
অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
দেশের অন্যতম প্রধান জাতীয় দৈনিক কালের কণ্ঠ তাদের দেড় দশক পূর্ণ করছে। দীর্ঘ এই পথচলায় তারা সততা ও নিষ্ঠার মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে, জাতির বিবেক হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ জন্য দৈনিক কালের কণ্ঠ ও তার কর্মীদের আমি অভিনন্দন জানাই। দৈনিক কালের কণ্ঠের একটি প্রশংসনীয় আয়োজন ইসলামী জীবন পাতা। প্রতিদিন পুরো পাতা রঙিন ইসলামী আয়োজন মূলধারার সংবাদপত্রের জন্য দৃষ্টান্তস্বরূপ। দৈনিক কালের কণ্ঠের ইসলামী জীবন পাতাটি সুন্দর, পরিশীলিত ও বিষয়বস্তুতে পরিপূর্ণ। আমার কাছে পাতাটি ভালো লাগে। যাঁরা এই পাতায় কাজ করেন তাঁরা সমকালীন বিষয়গুলোতে চোখ রাখেন এবং কোরআন-হাদিসের সঠিক বার্তাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এই পাতার আরেকটি লক্ষণীয় বিষয় হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ছবি। আধুনিক এই প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের সংবাদপত্রগুলোতে এখনো অপ্রতুল। আমি মনে করি, ইসলামী জীবন পাতার কর্মীরা যদি অতীতের মতো আন্তরিক ও যত্নবান হন, তবে ভবিষ্যতেও পাতার আবেদন অক্ষুণ্ন থাকবে।