<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আগ্রার তাজমহলকে মানুষ প্রেম ও ভালোবাসার প্রতীক হিসেবেই জানে। সম্রাট শাহজাহান প্রিয়মতা স্ত্রী মমতাজ মহলের স্মরণে ঐতিহাসিক এই স্থাপনা নির্মাণ করেন। তাজমহল শুধু ভালোবাসার প্রতীক নয়, বরং তা স্থাপনাশিল্পের বিস্ময়ও বটে। অপূর্ব নকশা, কারুকাজ ও ব্যবহৃত মূল্যবান পাথর; এর সব কিছুই মোহিত করে দর্শককে। প্রশ্ন হলো, যার জন্য নির্মিত হয়েছিল এমন অনিন্দ্যসুন্দর স্থাপত্য সেই মমতাজ মহলের জীবন কেমন ছিল? আজ সেটাই জানার চেষ্টা করব।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মমতাজ মহল অর্থ প্রাসাদের নির্বাচিত নারী। সম্রাট শাহজাহান ভালোবেসে তাঁকে এই উপাধি দিয়েছিলেন। কেননা সম্রাটের চোখে তিনিই ছিলেন প্রাসাদের নারীদের ভেতর দৈহিক ও চারিত্রিক সৌন্দর্যে সবচেয়ে অগ্রগামী। তাঁর প্রকৃত নাম আর্জুমান্দ বানু বেগম। তিনি আগ্রার একটি অভিজাত পার্সিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবুল হাসান আসাফ খান। তিনি ছিলেন সম্রাজ্ঞী নুরজাহানের ভাগ্নি। তাঁর বোনের বিয়ে হয়েছিল একজন মোগল রাজপুত্রের সঙ্গে। ১৬০৭ সালে শাহজাদা খুররমের সঙ্গে তাঁর বাগদান এবং ১০ মে ১৬১২ খ্রিস্টাব্দে তাঁদের বিয়ে হয়। যিনি পরবর্তী সময়ে শাহজাহান নামধারণ করে সিংহাসনে আরোহণ করেন। মমতাজ মহল ছিলেন সম্রাট শাহজাহানের তৃতীয় স্ত্রী। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সম্রাট শাহজাহানের তিন স্ত্রীর সবাই স্ত্রীর অধিকার ও মর্যাদা ভোগ করলেও ভালোবাসার প্রশ্নে মমতাজ মহল ছিলেন সবার চেয়ে এগিয়ে। সম্রাট শাহজাহান ছিলেন তাঁর ভালোবাসায় আচ্ছন্ন। তাঁর এই ভালোবাসার একমাত্র কারণ রূপ ও সৌন্দর্য নয়। মমতাজ মহলের চারিত্রিক মাধুর্য, আচরণ, দয়া, মহানুভবতা ও বুদ্ধিমত্তাও সম্রাটকে মুগ্ধ করেছিল। ফলে মমতাজ মহলের জীবদ্দশায় বহু কবি তাঁর সৌন্দর্য, দয়া ও অনুভবতার প্রশংসা করে কবিতা লিখেছেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মমতাজ মহল ছিলেন সম্রাট শাহজাহানের সবচেয়ে বিশ্বস্ত সহচর। সাম্রাজ্যের নানা প্রান্তে ভ্রমণের সময় তিনি সম্রাটের সঙ্গে থাকতেন। সম্রাট তাঁর রাজকীয় সিলমোহর </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মোহর উজাহ</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> তাঁর কাছে গচ্ছিত রাখতেন। ক্ষমতা ও প্রভাব বিস্তারের বিবেচনায় তিনি ছিলেন তাঁর খালা ও সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নুরজাহান বেগমের প্রতিচ্ছবি। সম্রাজ্ঞী মমতাজ মহল তাঁর এই প্রভাব-প্রতিপত্তিকে দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে ব্যবহার করতেন। তৎকালে স্থাপত্যশিল্পের সঙ্গে মোগল নারীদের সম্পৃক্ততা ছিল খুবই সাধারণ বিষয়। মমতাজ মহল আগ্রায় যমুনা নদীর তীরে একটি বাগান তৈরিতে অবদান রাখেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সম্রাটের সঙ্গে মমতাজ মহলের দাম্পত্যজীবন ছিল ১৯ বছরের। এর ভেতর তিনি ১৪ বার গর্ভধারণ করেন। এদের মধ্যে সাতজনই জন্মের সময় বা শৈশবে মারা যায়। বারবার গর্ভধারণের ফলে সম্রাজ্ঞী দুর্বল হয়ে পড়েন। তার পরও সামরিক অভিযানসহ যেকোনো সফরে তিনি সম্রাটের সঙ্গেই থাকতেন। ১৬৩১ সালে সম্রাট শাহজাহান দক্ষিণাত্যের একটি মরুভূমিতে অভিযানে বের হন। গর্ভবতী সম্রাজ্ঞীও সঙ্গে ছিলেন। সফরে ১৪তম সন্তান জন্ম দেওয়ার সময় তাঁর মৃত্যু হয়। প্রথমে মমতাজ মহলকে বুরহানপুরের একটি বাগানে দাফন করা হয়। তাপ্তি নদীর তীরবর্তী এই বাগান নির্মাণ করেছিলেন মোগল শাহজাদা দানিয়েল। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মমতাজ মহলের মৃত্যুর পর সম্রাট শাহজাহান মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি এক বছর পর্যন্ত শোকে মূহ্যমান হয়ে থাকেন। দুঃখ-শোকে তাঁর চুল-দাড়ি পেকে যায়। সম্রাটের বড় মেয়ে জাহানারা তাঁকে শোকমুক্ত করেন। মমতাজ মহলের ব্যক্তিগত সম্পদ, যার বাজারমূল্য প্রায় ১০ কোটি রুপির সমান ছিল, এর অর্ধেক জাহানারা পান এবং অন্য সন্তানরা পায় অর্ধেক। ১৬৩১ সালের ডিসেম্বর মাসেই শাহজাদা শাহ সুজার নেতৃত্বে মমতাজ মহলের লাশ আগ্রায় নিয়ে আসা হয়। প্রথমে একটি ছোট ভবনের ভেতর তাঁকে সমাহিত করা হয়। পরে সেখানে নির্মাণ করা হয় তাজমহল। তাজমহল নির্মাণ করতে সময় লেগেছিল ২২ বছর। ১৬৬৬ মৃত্যু আগ পর্যন্ত সম্রাট শাহজাহান মমতাজ মহলের ভালোবাসা বুকে নিয়েই বেঁচে ছিলেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তথ্যঋণ : হিস্টোরি</span></span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> অব ইসলাম ডটকম, </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বই : স্টোরি অব তাজ</span></span></span></span></span></p> <p> </p>