<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লাল-নীল আলোয় আলোকিত মিরপুরের রাতের আকাশ। গতকাল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমকালো মঞ্চে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ মৌসুমের সাত দলের পরিচিতি পর্ব। হলো ট্রফি উন্মোচন, মাসকট প্রদর্শনী, লেজার লাইট শো, গ্রাফিতি। গানবাজনায় মুখরিত হলো সন্ধ্যা গড়িয়ে রাত। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একে একে গাইল রাফা, সঞ্চয়, জেফার, হান্নান, মুজা, মাইলস। স্থানীয় শিল্পীদের সঙ্গে সুরের ঝংকার তোলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত অনুরাগী রাহাত ফতেহ আলী খান। সুরের মোহনায় তিন ঘণ্টার মতো মঞ্চ মাতিয়ে রাখেন এই পাকিস্তানি। এর সঙ্গে আগমনী সুর বেজে উঠল দেশের সবচেয়ে বড় ও জমজমাট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল ২০২৫-এর।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিপিএলের উদ্বোধনী কনসার্ট হিসেবে পরিচিতি পেলেও পোশাকি নাম দেওয়া হয়েছে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মিউজিক ফেস্ট</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। ঢাকার পর বিপিএলের বাকি দুই ভেন্যু চট্টগ্রাম ও সিলেটেও বসবে এই আসর। যদিও পরবর্তী এই দুই জায়গায় গাইবেন না রাহাত। তবু তাঁকে মোটা অঙ্কের অর্থ দিতে হচ্ছে বিসিবিকে। জানা গেছে, এই পরিমাণ সাড়ে তিন কোটি টাকার মতো। সব মিলিয়ে বিপিএলের প্রচারণার জন্য বিসিবির খরচ প্রায় সাত কোটি টাকা। যদিও পৃষ্ঠপোষক মধুমতি ব্যাংকের কাছ থেকে পাঁচ কোটি টাকা পেয়েছে ক্রিকেট বোর্ড।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বিকেল ৪টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং ও গ্রাফিতি উন্মোচন করেছি। অনেক ইভেন্ট হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি এই কনসার্টগুলো শেষ হওয়ার পর আমাদের মেইন ইভেন্ট যেটা খেলা, সেটা শুরু করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আপনারা দেখেছেন, এবারের বিপিএলে থিম সং, মাসকটসহ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের খেলাও যেন উপভোগ্য হয়। সে জন্য বিসিবি অনেক কাজ করেছে। আজকের এই আয়োজন সফল করার জন্য এবং একটি সুন্দর বিপিএল সবাইকে উপহার দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মিরপুর স্টেডিয়ামের ধারণক্ষমতার এক-তৃতীয়াংশ দর্শক সরাসরি মিউজিক ফেস্ট উপভোগ করেছে। সব মিলিয়ে আট হাজার ৮০০ টিকিট ছাড়া হয় দর্শকদের জন্য। এর মধ্যে খুব সামান্যই কিনতে পেরেছে দর্শকরা। অনুষ্ঠানস্থলের বাইরে অনেক দর্শককে এ নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা গেছে।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই মিউজিক ফেস্ট ছাড়াও বিপিএলের তিন ভেন্যু</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শহরে বিশাল আকৃতির বেলুন প্রদর্শনী, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এবং বিপিএলের সাতটি ফ্র্যাঞ্চাইজির শহরে টুর্নামেন্টের ট্রফি ও মাসকট ঘুরিয়ে আনবে বিসিবি। এরপর ৩০ ডিসেম্বর শুরু হবে ব্যাট-বলের লড়াই। এবার মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরেও যেন দর্শকরা এই টুর্নামেন্ট উপভোগ করতে পারে, সেই ভাবনা থেকেই বিসিবির এত আয়োজন।</span></span></span></span></p>