<p>ক্রীড়া প্রতিবেদক : আজ শেষ হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টিতে নিয়মিত বড় ইনিংসের দেখা মিলেছে সিলেটের দুই মাঠে। বল ব্যাটে এসেছে, ব্যাটাররাও এই সংস্করণের সঙ্গে মানানসই শটে ছক্কার বৃষ্টি নামাতে পেরেছেন। বিপিএলের জন্য জমাট প্রস্তুতি নেওয়া ব্যাটারদের প্রত্যাশা, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেটও এবার তাঁদের অবাধ শট খেলার স্বাধীনতা নিয়ে আসুক। নিচু বাউন্সের উইকেটের জন্য সমালোচিত হয়ে আসা ‘হোম অব ক্রিকেট’-এর উইকেটের চরিত্র সচেতনভাবেই বদলানোর চেষ্টা করে আসছে বিসিবি। গত আসরে কিছুটা বদল দেখা গেলেও উল্লেখযোগ্য কিছু নয়। এবার উন্নতি কতটা দৃশ্যমান হবে?</p> <p>এই প্রশ্ন সামনে রেখেই ৩০ ডিসেম্বর মিরপুরে শুরু হচ্ছে বিপিএল। তবে ২০২৪ সালে এই মাঠের ওপর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ঝড় কম গেছে। সুবাদে এই মাঠের উইকেট বিশ্রাম যেমন পেয়েছে, তেমনি সতেজও আছে। দুয়ে মিলে এবার ব্যাটিংবান্ধব উইকেট ব্যাটারদের স্বাগত জানাবে বলে আশ্বস্ত অনেকেই। আগের দিন বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুব আনাম সে আশায় বুক বেঁধেছেন। এবার ক্রিকেটাররাও আশাবাদী। এনসিএল টি-টোয়েন্টিতে খেলা তরুণ ব্যাটার হাবিবুর রহমান মিরপুরেও সিলেটের মতো উইকেট পেতে চান, ‘আমরা মাত্রই একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ করছি। এই আসরে অনেক রান হয়েছে। সবাই আশা করছে, এমন উইকেট (সিলেটের মতো) যেন মিরপুরেও হয়।’</p> <p>এনসিএলে আরেকবার নিজের ছক্কা মারার সক্ষমতার জানান দেওয়া জিসান আলমের বিশ্বাস, মিরপুরের উইকেট এবার ভালো হবে। কারণ এই মাঠে শেষ হতে চলা বছরে খেলা কম হয়েছে।  সেই প্রসঙ্গ টেনে এই তরুণ ব্যাটার বলছিলেন, ‘এবার যেহেতু মিরপুরে আগের (বছরগুলোর) মতো অনেক বেশি খেলা হয়নি, তাই উইকেট সতেজ থাকবে। আশা করি, ভালো উইকেট হবে এবং ব্যাটাররা নিজেদের মতো করে ব্যাটিং করতে পারবে।’ হাবিবুর চান তাঁদের খেলা সহজ করে দেওয়ার উদ্যোগ, ‘গ্রাউন্ডসম্যানরা কিভাবে উইকেট তৈরি করছে, এর ওপরও অনেক কিছু নির্ভর করবে। এখন তারা যদি ওইভাবে উইকেটটি তৈরি করে, তাহলে আমাদের খেলাটা সহজ হয়।’ জিসান চান এনসিএলের ছন্দ বিপিএলেও ধরে রাখতে, ‘যেহেতু সবাই খেলার মধ্যে আছে (এনসিএলে), ব্যাটার হিসেবে ওই ছন্দটা কাজে লাগানোর চেষ্টা থাকবে (বিপিএলে)।’ অবশ্য বিপিএল যে সময় শুরু হচ্ছে, ওই সময়টায় কিছু চ্যালেঞ্জও থাকছে। বিশেষ করে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরু পর্যন্ত কুয়াশার দাপট থাকে। সেই সঙ্গে রোদও ওঠে কম। সে কারণে প্রতিবার শুরুর দিকে রানখরায় ভোগে বিপিএল। আবহাওয়ার কঠিন এই সময়টি পেরিয়ে যাওয়ার পর মিরপুরের উইকেটের চরিত্র কতখানি বদলায়, সেটি দেখার অপেক্ষায় বোধ হয় ব্যাটারদের চেয়ে বেশি আর কেউ নেই।</p>