<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বছরখানেক সময় পেলে সংস্কারকাজগুলো করে যাওয়ার আশ্বাস দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন,  জাতীয় ঐকমত্যের প্রশ্নে সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশন মৌখিক সম্মতি দিয়েছেন। ঐকমত্য থাকলে পরবর্তী রাজনৈতিক সরকার সহজে এই সংস্কারগুলো বদলাতে বা বাতিল করতে পারবে না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ : বিচার বিভাগ প্রসঙ্গ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক সংলাপে আসিফ নজরুল এসব কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিচার বিভাগ নিয়ে আসিফ নজরুল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিচার বিভাগের দুর্দশা নিয়ে আমি বেশ মনঃকষ্টে আছি। উচ্চ আদালতে সব ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু তারা এই ক্ষমতা ব্যবহার করেছে ফ্যাসিস্ট সরকারকে শক্তিশালী করার জন্য, সাধারণ মানুষের অধিকার হরণ করার জন্য।...আওয়ামী সময়ে এমন অবস্থা ছিল যে রায় হওয়ার আগেই বছরের পর বছর ও মাসের পর মাস জেল খাটতে হয়। আমাদের ঝামেলামুক্ত ক্ষমতা স্থানান্তর প্রক্রিয়া থাকতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংস্কার ছাড়া গতি নেই উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উচ্চ আদালতের নিয়োগ প্রক্রিয়ার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। উচ্চ আদালত দুর্নীতিগ্রস্ত হলে নিম্ন আদালত স্বাধীন হবে না। উচ্চ আদালতে আলাদা সেক্রেটারিয়েট করা দরকার। স্থায়ী প্রসিকিউশন করা দরকার।...রাষ্ট্রপতি এই পর্যন্ত স্বাধীনভাবে বিচারপতি নিয়োগ করতে পারেননি। সরকারপ্রধান তা করে থাকেন। এই দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অর্থনীতিতে সংস্কার জরুরি। লুটপাট সংস্কৃতি বদলাতে হবে। সংস্কার ও নির্বাচন দুটিই লাগবে। সাধারণ জনগণের সঙ্গে সংলাপ করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের ভূমি সংস্কার দরকার। গ্রামের সালিসি আদালত জোরদার করতে হবে। তদন্তকারী সংস্থাগুলোতে ভালো লোক নিয়োগ করতে হবে। রাজনৈতিক ক্ষমতা এখন চলে গেছে খারাপ ব্যবসায়ীদের কাছে, এটি এখন রাজনৈতিক দলের কাছে নেই। রাজনীতি করবে রাজনৈতিক দল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিচার বিভাগে স্বচ্ছতা থাকতে হবে উল্লেখ করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইনজীবীদের গ্রেপ্তার ও তাঁদের ওপর হাত তোলা এসব বন্ধ করতে হবে। জুডিশিয়ারিতে যাঁরা যাচ্ছেন তাঁরা তাঁদের দলীয় পরিচয় বাদ দিয়ে নিজেদের মতো কাজ করতে পারেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p>