ছুটির দিন মানেই বইমেলায় ক্রেতা-দর্শনার্থীদের বিপুল ভিড়। গত শুক্রবার একদিকে ছিল সাপ্তাহিক ছুটির দিন, তার সঙ্গে ছিল ফাগুনের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবস। ফলে ওই দিন বইমেলায় উপচে পড়া ভিড় ছিল সারা দিন। গতকাল শনিবারও মেলায় একই আমেজ ছিল।
ছুটির দিন মানেই বইমেলায় ক্রেতা-দর্শনার্থীদের বিপুল ভিড়। গত শুক্রবার একদিকে ছিল সাপ্তাহিক ছুটির দিন, তার সঙ্গে ছিল ফাগুনের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবস। ফলে ওই দিন বইমেলায় উপচে পড়া ভিড় ছিল সারা দিন। গতকাল শনিবারও মেলায় একই আমেজ ছিল।
গতকাল দুপুর ২টায় মেলার ফটক খুলে দেওয়ার পরই শুরু হয় জনস্রোত।
গতকাল সন্ধ্যায় সত্যায়নের স্টলের সামনে কথা হয় মধ্যবয়সী মুসলেহ উদ্দিনের সঙ্গে। সপরিবারে তিনি মেলায় এসেছেন। বেবি স্ট্রলারে থাকা ছোট ছেলের পাশে দাঁড়ানো বড় ও মেজো ছেলে। মেজো ছেলে আহনাফ জানাল, সে কিনেছে বিজ্ঞান বাকসো।
এর আগে আকাশ প্রকাশনীর সামনে কথা হয় বৃষ্টি, সাবিহা, লাবণ্যের সঙ্গে। গলায় ঝুলিয়ে রাখা আইডি কার্ড দেখে জানা গেল তারা ঢাকা মহানগর মহিলা কলেজের শিক্ষার্থী। একাদশ শ্রেণির ছাত্রী বৃষ্টি বলল, ‘ছুটির দিন, তাই মেলায় ঘুরতে এসেছি। এখনো ঠিক করিনি কোন বই কিনব। আগে একটু ঘুরে নিই।’
অনন্যা ও ঐতিহ্যের দুই প্যাভিলিয়নের মাঝখানে দাঁড়িয়ে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম। জানালেন, পাঠক হিসেবে তাঁর প্রথম পছন্দ উপন্যাস। শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের প্রায় সব উপন্যাসই তাঁর পড়া। তবে এখন সমসাময়িক লেখকদের বই খুঁজছেন। সাইফুল ইসলামের সঙ্গে কথা শেষ করে ভিড় ঠেলে অনন্যায় উঁকি দিয়ে দেখা গেল, এক পাশে সাজিয়ে রাখা হয়েছে কথাশিল্পী ইমদাদুল হক মিলনের বই। ঝুঁকে পড়ে পাঠক মনোযোগ দিয়ে সেগুলো উল্টেপাল্টে দেখছে। অনন্যার কর্মকর্তা প্রিতম আদনান জানালেন, ইমদাদুল হক মিলনের এবার প্রকাশিত কিশোর উপন্যাস ‘রহস্যময় জঙ্গলবাড়ি’র প্রথম মুদ্রণ শেষ হয়েছে। নতুন মুদ্রণও বেশ ভালো চলছে।
নতুন বই
গতকাল বইমেলার ১৫তম দিনে নতুন বই এসেছে ১৭৫টি। এ নিয়ে এই পর্যন্ত মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪২৭। গতকাল মেলায় আসা নতুন বইয়ের মধ্যে রয়েছে বাংলা একাডেমি প্রকাশিত বিশ্বজিৎ ঘোষ ও মোবারক হোসেনের বই ‘একুশের সাহিত্য : উপন্যাস’, আফসার ব্রাদার্স মেলায় এনেছে কবি হাসান হাফিজের ছড়াগ্রন্থ ‘চল গাঁয়ে যাই, যাবি?’ ঐতিহ্য এনেছে শফিক রেহমানের ‘রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’, অন্যধারা মেলায় এনেছে মাহবুবা চৌধুরীর ‘সঙ্গী যখন ছড়া’, গ্রন্থিক মেলায় এনেছে ইমতিয়ার শামীমের ‘স্তোত্রপাঠের দিন’, অন্যপ্রকাশ মেলায় এনেছে মোস্তফা মামুনের ‘সেরা দশ গল্প’।
মূল মঞ্চের আয়োজন
গতকাল সকাল ১০টায় বইমেলার মূলমঞ্চে অমর একুশে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় ‘জীবন ও কর্ম : সৈয়দ আলী আহসান’ শীর্ষক আলোচনা। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মুহম্মদ আবদুল বাতেন। আলোচনায় অংশগ্রহণ করেন তারেক রেজা এবং মহিবুর রহিম। সভাপতিত্ব করেন আবদুল হাই শিকদার।
লেখক বলছি মঞ্চ
লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই ও লেখালেখি নিয়ে কথা বলেছেন কবি শহীদুল্লাহ ফরায়েজী এবং কবি ও গবেষক মহিবুর রহিম।
সম্পর্কিত খবর
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত পাঁচ লাখ ৩০ হাজার অভিবাসীর অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। দেশটিতে বসবাসরত কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনিজুয়েলার এসব বৈধ অভিবাসীকে অবৈধ বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জানা গেছে, আগামী ২৪ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অনুমোদিত দুই বছরের ‘প্যারোল’ (সাময়িক প্রবেশাধিকার) প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।
গত ৬ মার্চ ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া প্রায় দুই লাখ ৪০ হাজার ইউক্রেনীয়র প্যারোল মর্যাদা বাতিল করা হবে কি না, সে বিষয়েও তিনি শিগগির সিদ্ধান্ত নেবেন।
এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসন এই মর্যাদা এপ্রিলের মধ্যেই প্রত্যাহার করার পরিকল্পনা করছে।
বাইডেন ২০২২ সালে ভেনিজুয়েলাবাসীর জন্য প্যারোল প্রবেশাধিকার চালু করেছিলেন এবং ২০২৩ সালে তা কিউবা, হাইতি ও নিকারাগুয়ায়ও সম্প্রসারিত হয়।
অবৈধ অভিবাসন ঠেকাতে বাইডেন প্রশাসন নতুন কিছু আইনি পথ চালু করেছিল, যার মধ্যে সীমান্ত পারাপারে কড়াকড়িও ছিল। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তের ফলে প্যারোল সুবিধাভোগী প্রায় পাঁচ লাখ অভিবাসী এখন যুক্তরাষ্ট্রে থাকতে চাইলে নির্বাসনের ঝুঁকিতে পড়তে পারেন। তবে তাঁদের মধ্যে কারা এরই মধ্যে অন্য কোনো আইনি মর্যাদা পেয়েছেন বা সুরক্ষা লাভ করেছেন, তা স্পষ্ট নয়।
সোমবার ফেডারেল রেজিস্টারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য নির্ধারিত এক বিজ্ঞপ্তিতে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারোল মর্যাদা বাতিলের ফলে এসব অভিবাসীকে দ্রুত নির্বাসনের আওতায় আনা সহজ হবে।
গত জানুয়ারিতে কার্যকর হওয়া ট্রাম্প প্রশাসনের নীতি অনুসারে, যুক্তরাষ্ট্রে দুই বছরের কম সময় ধরে বসবাসরত নির্দিষ্ট কিছু অভিবাসীর ক্ষেত্রে দ্রুত নির্বাসন (এক্সপেডাইটেড রিমুভাল) প্রক্রিয়া প্রয়োগ করা যেতে পারে। সূত্র : রয়টার্স, এএফপি
ঢাকার কেরানীগঞ্জে গতকাল শনিবার দিনদুপুরে কুপিয়ে ও গুলি করে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। রাজশাহীতে গতকাল জমিসংক্রান্ত বিরোধের জেরে শ্যালকের হাঁসুয়ার কোপে নিহত হয়েছেন দুলাভাই।
চার দিনের ব্যবধানে খুলনায় একাধিক মামলার দুই আসামিকে হত্যা করা হয়েছে।
কালের কণ্ঠের সংশ্লিষ্ট অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর—
কেরানীগঞ্জ (ঢাকা) : প্রত্যক্ষদর্শীরা জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজারে নিজ ইট-বালুর গদিতে বসা ছিলেন জোবায়ের হোসেন (৩৫)। দুপুর ১টার দিকে স্থানীয় যুবলীগ নেতা সোবহান ঢালীর নেতৃত্বে অর্ধশতাধিক লোক ধারালো অস্ত্র নিয়ে গদিতে হামলা করে।
নিহত জোবায়েরের বাবার নাম মৃত মীর হাবিবুর রহমান। গোলামবাজার মজিদপাড়ায় তাঁদের বাড়ি।
স্থানীয় একটি সূত্র জানায়, গোলামবাজার এলাকায় একটি জমি নিয়ে থানা শুভাঢ্যা ইউনিয়ন তাঁতি লীগের সাবেক সভাপতি মোল্লা ফারুক ও স্থানীয় সেন্টুর মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ওই জমি সেন্টু দেখভাল করতে জোবায়েরকে দায়িত্ব দেন।
এ বিষয়ে জানতে মোল্লা ফারুকের মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
রাজশাহী : জমিসংক্রান্ত বিরোধের জেরে শ্যালকের হাঁসুয়ার কোপে দুলাভাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে শাহমখদুম থানা।
গতকাল সকালে উত্তর নওদাপাড়া কালুরমোড় এলাকায় একটি বিরোধপূর্ণ জমি পরিমাপ করার সময় এই হত্যাকাণ্ড হয়। নিহতের নাম রুহুল আমিন (৩০)। শ্যালক মিন্টু হাঁসুয়া দিয়ে কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারী কালের কণ্ঠকে জানান, আসামিকে ধরতে কাজ করছে পুলিশ। একটি অভিযোগ দায়ের হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।
খুলনা : গত ১৫ মার্চ রাতে নগরীর বাগমারা ব্রিজের কাছে শাহীন নামের একজন নিহত হন। ওই ঘটনার চার দিনের মাথায় বুধবার দুপুরে ফুলতলা উপজেলার সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং সাজাপ্রাপ্ত আসামি ফারুখ মোল্লা (৪৮) সন্ত্রাসী হামলায় নিহত হন। নিহত ওই দুই ব্যক্তিই চরমপন্থী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে পুলিশ জানায়।
কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) আহসান হাবীব জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
মানিকগঞ্জ : সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল থেকে দুপুরের মধ্যে গড়পাড়া, ভাড়ারিয়া ও আটিগ্রাম ইউনিয়ন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া এলাকা থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তনিমা আক্তারের (১৬) মরদেহ উদ্ধার করা হয়। তনিমা রানাদিয়া এলাকার রফিক মিয়ার মেয়ে।
এর আগে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ আফসানা আক্তারের (১৬) মরদেহ উদ্ধার করা হয় আটিগ্রাম ইউনিয়নের বরুণ্ডী গ্রাম থেকে। আফসানা শিবালয়ের আরিচা এলাকার রেজাউল হকের স্ত্রী।
এ ছাড়া সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্দা এলাকার কালীগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয়ের অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকার চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা আশিক খাঁ (২৪) নিহত হয়েছেন। গতকাল দুপুরে ওই কলেজে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে। আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন।
জেলার হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ৩৪-৩৫ সীমান্ত পিলার এলাকায় মায়ানমারের আরাকান আর্মির ছোড়া গুলিতে এক বাংলাদেশিসহ দুজন আহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শূন্য রেখা সীমান্তসংলগ্ন ঘুমধুম-কক্সবাজার সীমানাঘেঁষা ভাজাবুনিয়া গ্রামের চিতারখুমে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ঘুমধুমের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর (২০) ও ভাজাবুনিয়া গ্রামের রোহিঙ্গা আব্দুল হাকিমের ছেলে মো. হোসাইন (২৭)। হোসাইন কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বিজিবি ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীন তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৪-৩৫-এর মধ্যবর্তী স্থানের শূন্য লাইন থেকে আনুমানিক ২০০ মিটার পূর্বদিকে মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখল করা কবরস্থান পোস্ট থেকে আরাকান আর্মির সদস্যরা সাত-আট রাউন্ড ফায়ার করেন। এ সময় গুলিতে সীমান্তে মায়ানমারের অভ্যন্তরে দুজন গুলিবিদ্ধ হন। একজনের বাঁ পায়ে ও অন্যজনের পিঠে গুলি লেগেছে। তাঁরা সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) জাফর ইকবাল জানান, দুই যুবকের পায়ে দুটি গুলি লেগেছে। তাঁদের রাতেই কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, অবস্থা আশঙ্কাজনক হলে ওই দুজনকে গতকাল শনিবার সকালে কুতুপালং থেকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনই হাসপাতাল থেকে পালিয়ে যান।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, ‘ঘুমধুম সীমান্তে গুলিতে দুজন আহত হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। তারা বর্তমানে কোথায় আছে এটাও জানি না।’
মত প্রকাশের কারণে বাংলাদেশে গ্রেপ্তার, সহিংসতা, হেনস্তার মতো ঘটনা ঘটছে উল্লেখ করে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা ৯টি আন্তর্জাতিক সংগঠন। মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছে সংগঠনগুলো।
গত শুক্রবার লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো এই আহবান জানায়। বিবৃতিদাতা মানবাধিকার সংগঠনগুলো হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, আর্টিকল নাইনটিন, এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট, সিভিকাস : ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, ফর্টিফাই রাইটস, ফ্রন্টলাইন ডিফেন্ডার্স, পেন আমেরিকা ও দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।
বিবৃতিতে সাম্প্রতিক সময়ে সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ সাধারণ নাগরিকদের ওপর হামলার বেশ কিছু ঘটনা তুলে ধরে বলা হয়েছে, এ ধরনের হামলা বন্ধ এবং এসব ঘটনা তদন্তে বাংলাদেশকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, মত প্রকাশের কারণে বিভিন্ন ব্যক্তি ও মানবাধিকারকর্মীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার চর্চা অবিলম্বে এবং নিঃশর্তে বন্ধ করতে হবে।
সংগঠনগুলো বলেছে, ক্ষমতায় আসার পর থেকে অন্তর্বর্তী সরকার বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এর মধ্যে যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করা হয়েছে, তা-ও আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক মানদণ্ডের সঙ্গে সংগতি রাখতে ব্যর্থ হয়েছে।