ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

শ্রমবাজারের ৭৫% সৌদি আরবে

তৌফিক হাসান
তৌফিক হাসান
শেয়ার
শ্রমবাজারের ৭৫% সৌদি আরবে

বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, চলতি বছরের প্রথম দুই মাসে এক লাখ ৬০ হাজার ৩০৩ জন কর্মী বিদেশ পাড়ি দিয়েছেন। এর মধ্যে এক লাখ ২০ হাজার ৮৭৬ জন কর্মী সৌদি আরব পাড়ি দিয়েছেন। অর্থাত্ বিভিন্ন শ্রমবাজারে যাওয়া মূল কর্মীর ৭৫.৪০ শতাংশই সৌদি আরব গেছে। এমনকি এই বাজারে গত বছরের প্রথম দুই মাসের যাওয়া কর্মীর চেয়ে চলতি বছরের প্রথম দুই মাসে ২২.৭৭ শতাংশ কর্মী বেশি গেছে।

বিএমইটির তথ্য বলছে, গত বছরের প্রথম দুই মাসে সৌদি আরব গিয়েছিল ৯৩ হাজার ৩৪৫ জন। অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ওমান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কিছু শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় চলতি বছর সৌদি শ্রমবাজারে কর্মী যাওয়ার চাপ অনেক বেশি। কিন্তু একটি বাজারের ওপর ভরসা করেই জনশক্তি খাত বেশিদূর এগোতে পারবে না। আর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, সৌদি আরবে কর্মী সব সময় বেশি যায়।

বন্ধ থাকা শ্রমবাজারগুলোও চালু করার চেষ্টা চলছে। এ ছাড়া কাতার ও সিঙ্গাপুরের বাজারেও কর্মীর সংখ্যা বাড়ছে।

মালয়েশিয়া, আরব আমিরাত ও ওমান বন্ধের প্রভাব সৌদিতে

২০২৩ সালের অক্টোবর মাসে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বন্ধ হয়ে যায় ওমানের শ্রমবাজার। তার সাত মাস পর একই অভিযোগে গত বছরের ৩১ মে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার।

আর আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ না হলেও অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশি কর্মীদের পছন্দের এই তিনটি শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় সৌদি শ্রমবাজারে চাপ সৃষ্টি হয়েছে।

বিএমইটির তথ্য বলছে, গত বছরের প্রথম দুই মাসে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল ১৮ হাজার ৪২ জন কর্মী। সেই জায়গায় চলতি বছরের প্রথম দুই মাসে মাত্র এক হাজার ১৫০ জন কর্মী সংযুক্ত আরব আমিরাত গেছে। অর্থাত্ গত বছরের চেয়ে চলতি বছর ৯৩.৬২ শতাংশ কর্মী কম গেছে।

সংযুক্ত আরব আমিরাতে অনানুষ্ঠানিকভাবে বন্ধ থাকলেও আনুষ্ঠানিকভাবে ওমান ও মালয়েশিয়ার বাজার বন্ধ হয়ে যায়। তার পরও এই দুই দেশে গত বছরের দুই মাসের চেয়ে চলতি বছরের দুই মাসে কর্মী কম গেছে।

সৌদিতেও চলছে একক ভিসার সমস্যা

চলতি বছরের প্রথম দুই মাসে যাওয়া এক লাখ ২০ হাজার ৮৭৬ জন কর্মীর মধ্যে গত জানুয়ারি মাসে গেছে ৭৬ হাজার ৬১৮ জন কর্মী। আর ফেব্রুয়ারি মাসে গেছে ৪৪ হাজার ২৫৮ জন কর্মী। অর্থাত্ জানুয়ারি মাসের চেয়ে ফেব্রুয়ারি মাসে ৫৭.৭৬ জন কর্মী কম গেছে।

প্রথম মাসের চেয়ে দ্বিতীয় মাসে অর্ধ শতাংশের বেশি কর্মী কমে যাওয়ার পেছনে একক ভিসার সত্যায়নকে দায়ী করছেন অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের ভাষ্য মতে, একজন, দুজন কিংবা পাঁচজন কর্মীর ভিসার জন্য সত্যায়ন করা সৌদি আরবে প্রায় অসম্ভব। কারণ বাংলাদেশ থেকে প্রায় ৯০ শতাংশ কর্মী একক ভিসায় সৌদি আরব যায়। এত কর্মীর জন্য সত্যায়ন করার সক্ষমতা আমাদের দূতাবাসের নেই। আর সৌদি আরবের মালিকরা সব শহর থেকে দূর-দূরান্তে অবস্থান করেন। সেখান থেকে দূতাবাসে এসে সত্যায়ন করাও তাঁদের পক্ষে সম্ভবপর হয়ে উঠছে না। যার কারণেই সৌদি আরবে যাওয়া কর্মীর সংখ্যা কমে যাচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেনসিজের (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, এখন সৌদি আরব বাদে অন্যান্য শ্রমবাজার প্রায় বন্ধ। তাই সৌদিতে আগের নিয়মেই কর্মী পাঠানো হোক। যদি কর্মীর নিরাপত্তার স্বার্থে মালিকপক্ষের কোনো তথ্য-প্রমাণের প্রয়োজন হয়, তবে সেটি আমরা মালিকপক্ষের থেকে সংগ্রহ করে এনে বিএমইটিতে জমা দেব। এখানে আমরা দূতাবাসকে রাখতে চাচ্ছি না। কারণ, এই প্রক্রিয়ায় সৌদি শ্রমবাজারে বিরূপ প্রভাব সৃষ্টি হবে। সেখান থেকে কর্মীর চাহিদা আসা কমে যাবে। আর কর্মী পাঠাতে সময় বেশি লেগে যাবে।

কাতার, সিঙ্গাপুর, ইতালি ও জাপানে কর্মী যাওয়া বেড়েছে

বিএমইটির তথ্য বলছে, চলতি বছর কাতার গেছে ১৪ হাজার ৩৭ জন কর্মী। সেই জায়গায় গত বছরের প্রথম দুই মাসে কাতার গিয়েছিল ছয় হাজার ৭৭৯ জন কর্মী। চলতি বছর সিঙ্গাপুর গেছে আট হাজার ৫৮২ জন কর্মী। গত বছরের প্রথম দুই মাসে সিঙ্গাপুর গিয়েছিল ছয় হাজার ৩৪৯ জন কর্মী। চলতি বছর ইতালির বাজারেও কর্মী যাওয়া বেড়েছে। চলতি বছর প্রথম দুই মাসে ৫৫৭ জন কর্মী ইতালি গেছে। কিন্তু গত বছর প্রথম দুই মাসে গিয়েছিল ৪২ জন কর্মী।

প্রভাব পড়েনি শ্রমবাজারে

মালয়েশিয়া, আরব আমিরাত, ওমান বন্ধ ও কুয়েত, জর্দান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্যে কর্মী যাওয়া কমা এবং সৌদির ওপর চাপ পড়লেও বিএমইটির গত বছরের প্রথম দুই মাসের পরিসংখ্যান ও চলতি বছরের প্রথম দুই মাসের পরিসংখ্যান বলে গত বছরের প্রথম দুই মাসের চেয়ে চলতি বছরের প্রথম দুই মাসে তেমন প্রভাব পড়েনি।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সবিশেষ

বায়োহাইব্রিড প্রযুক্তি মেশিনকে অনুভূতির পরশ দেবে এবার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বায়োহাইব্রিড প্রযুক্তি মেশিনকে অনুভূতির পরশ দেবে এবার

উদ্ভিদ ও ছত্রাকের সহায়তায় রোবটদের সামগ্রিক সামর্থ্যের মাত্রা আগামী দিনগুলোতে আরো অনেক বেশি বাড়বে। গবেষকরা দাবি করেছেন, বায়োহাইব্রিড প্রযুক্তি রোবট বা মেশিনের অনুভূতিকে বেশ খানিকটা শাণিত করতে পারবে। এতে রোবট তথা মেশিনরা আহত হলে নিজেরাই তা সারিয়ে নিতে পারবে। গবেষকরা বলছেন, রোবটে যদি জীবন্ত টিস্যুর প্রয়োগ ঘটানো যায়, তাহলে এসব রোবট পরিবেশের সঙ্গে আরো সহজভাবে ইন্টারেক্ট করার সুযোগ পাবে।

গবেষকরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এমন একটি রোবট উদ্ভাবন করতে, যে রোবট দেখতে হবে প্রাণবন্ত। তবে তারা এটা ভালো করেই জানেন, সিনথেটিক উপাদান দিয়ে তৈরি রোবট তেমন হতে পারবে না। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির গবেষক আনন্দ মিশ্র বলেন, প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে আমরা এখনো সিনথেটিক উপাদান দিয়ে প্রাণবন্ত রোবট বানাতে পারছি না।

পরিবেশের উপযোগী করে রোবট বানানোর কর্মযজ্ঞ চলমান থাকলেও নিশ্চিত কোনো তথ্য আমাদের হাতে এত দিন ছিল না।

গবেষকরা বলছেন, এমন রোবট বানাতে যে হবে, যে রোবট সব ধরনের পরিবেশে টিকে থাকতে পারবে। এরা যেমন আলো শনাক্ত করতে পারবে, গরম লাগলেও তা ধরতে পারবে। খাবারের স্বাদও নিতে পারবে। গবেষক আনন্দ মিশ্র জানালেন, রোবট তৈরিতে যদি ছত্রাক-টিস্যু ব্যবহার করা যায়, তাহলে সমস্যার বেশ খানিটা সমাধান হয়ে যাবে।

ছত্রাক উদ্ভিদ নয়। তবে ছত্রাকের মাঝে উদ্ভিদের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। বিশেষ করে মাইসেলিয়াম। উল্লেখ্য, মাইসেলিয়াম ​​হলো একটি ছত্রাকের শিকড়সদৃশ গঠন যাতে একটি ভরের শাখা, থ্রেডসদৃশ হাইফাই থাকে। এর স্বাভাবিক রূপ হলো শাখাযুক্ত, সরু, আটকানো, অ্যানাস্টোমোসিং, হাইলাইন থ্রেড।

মাইসেলিয়াম দ্বারা গঠিত ছত্রাকের উপনিবেশগুলো মাটি এবং অন্যান্য অনেক স্তরে পাওয়া যায়। গবেষক মিশ্র জানান, এই ছত্রাক টিস্যু আলো, তাপ ও রাসায়নিক শনাক্ত করতে সক্ষম। মিশ্র ও তাঁর গবেষক দল দুটি রোবটে ইলেকট্রোডের সহায়তায় মাইসেলিয়াম টিস্যু সংযুক্ত করেছেন, যা এখন ইলেকট্রনিক সিগন্যাল পয়দা করতে পারছে, যা হার্ট ও নার্ভ সেল হিসেবে কাজ করছে। গবেষকরা মনে করছেন, তাঁরা এখন প্রাণবন্ত রোবট তৈরির পথে বেশ খানিকটা এগিয়ে যেতে পেরেছেন। সূত্র : সায়েন্স ডটঅর্গ

 

 

 

 

মন্তব্য

বিক্ষোভ সমাবেশ করেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা

শেয়ার
বিক্ষোভ সমাবেশ করেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা
রাজধানীর খামারবাড়ি মোড়ে গতকাল সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেকে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য
রংপুর

হিমাগারগুলো আলু নিচ্ছে না, বিপাকে চাষিরা

রফিকুল ইসলাম, রংপুর
রফিকুল ইসলাম, রংপুর
শেয়ার
হিমাগারগুলো আলু নিচ্ছে না, বিপাকে চাষিরা

রংপুরে লক্ষ্যমাত্রার তুলনায় এক-তৃতীয়াংশ বেশি জমিতে আলু উৎপাদন হওয়ায় সেই আলু নিয়ে চরম বিপাকে পড়েছেন প্রান্তিক আলু চাষি ও ব্যবসায়ীরা। জায়গা সংকুলান না হওয়ার কারণ দেখিয়ে বেশির ভাগ হিমাগার কর্তৃপক্ষ আলু নেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে জমিতে-রাস্তায় হাজার হাজার বস্তা আলু রেখে কৃষকরা দুশ্চিন্তায়।

এদিকে জমি থেকে দেরিতে ওঠা বীজ আলু হিমাগারে রাখতে না পারলে পরের বছর বীজ আলু নিয়ে হাহাকার পড়ে যাবে, সংকটে পড়বে দেশ।

এ কারণে অন্তত বীজ আলুগুলো হিমাগারে রাখার জোর দাবি তুলেছেন আলু চাষিরা।

কৃষকরা জানিয়েছেন, একদিকে দাম নেই, অন্যদিকে হিমাগার মালিকরা মাইকে ঘোষণা করছেন তাঁদের হিমাগারে আলু রাখতে পারবে না। এই অবস্থায় পুঁজি হারিয়ে রাস্তায় বসা ছাড়া উপায় নেই।

গতকাল রবিবার রংপুরের কাউনিয়া, নব্দিগঞ্জ পীরগাছা এলাকায় গিয়ে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠে চাষিরা আলু তুলছেন।

কেউ কেউ আলু বস্তায় ভরে জমিতেই ফেলে রাখছেন, আবার অনেকে মহাসড়কের পাশে রাখছেন।

কৃষকরা বলছেন, অনুরোধ করার পরও আলু নিচ্ছে না হিমাগার কর্তৃপক্ষ। এমনকি দালাল ফড়িয়াদের বাকিতে আলু দিতে চাইলেও তাঁরা নিচ্ছেন না। উৎপাদন প্রতি কেজি ২০ টাকা হলেও ৮-৯ টাকা কেজি দরে গ্র্যানুলা আলু পাইকারদের দিতে চাইলেও জায়গা না থাকার অজুহাতে তাঁরাও নিচ্ছেন না।

জানা গেছে, রংপুর বিভাগের পাঁচ জেলায় এক লাখ ১৯ হাজার ৮৭৯ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু এর এক-তৃতীয়াংশ বেশি জমিতে আলু চাষ হয়েছে। কৃষকদের ভাষ্য, ২০১১ সালের পর এবারই এমন রেকর্ড আলু চাষ হয়েছে। চরাঞ্চলে যাঁরা আলু চাষ করেছেন, তাঁরা আগে তুলতে পারায় হিমাগারে রেখেছেন। কিন্তু সমতল জমিতে যাঁরা পরে আবাদ করেছেন তাঁরা আলু রাখতে পারছেন না।

কৃষকরা জানান, মূলত বীজ আলু দেরিতে ওঠে। এই বীজ আলু স্টোরে রাখতে না পারলে আগামী মৌসুমে আলু বীজের চরম সংকট দেখা দেবে।

নব্দিগঞ্জের মকবুল হোসেন বলেন, ১০০ বস্তা আলু নিয়ে গত শনিবার এসেছি অপু মুনশি হিমাগারের সামনে। এসে শুনি জায়গা নেই। কর্তৃপক্ষ আলু নেবে না বলে মাইকে ঘোষণা করছে। আমার সেই আলু এখন রাস্তায়। কাউনিয়ার মীরবাগে এমন কয়েক লাখ বস্তা আলু রাস্তায় পড়ে আছে।

অপু মুনশি হিমাগারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, আলু নেওয়ার অনুমতি নেই। তাই নেওয়া হচ্ছে না।

বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের আহ্বায়ক আহসানুল আরেফিন তিতু হিমাগারে আলু নেওয়া বন্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে আলু চাষিদের জন্য কোল্ড স্টোর খুলতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

 

 

 

মন্তব্য
শু ভ কা জে স বা র পা শে

বসুন্ধরার সেলাই মেশিনে দুঃখ ঘুচবে তাঁদের

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বসুন্ধরার সেলাই মেশিনে দুঃখ ঘুচবে তাঁদের
নীলফামারীতে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে তিন মাসের প্রশিক্ষণ শেষে গতকাল ২০ নারীর হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন। জেলা সদরের পূর্ব খোকসাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে। ছবি : কালের কণ্ঠ

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন উপহার দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় নীলফামারীর ২০ জন নারীকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। গতকাল রবিবার এই নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অন্যদিকে বসুন্ধরা শুভসংঘ রংপুর কারমাইকেল কলেজ শাখার নতুন কমিটির পরিচিতিসভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।

প্রতিনিধিদের পাঠানো খবর : 

বসুন্ধরার সেলাই মেশিনে দুঃখ ঘুচবে তাঁদেরনীলফামারী : স্বামীর দিনমজুরির আয়ে ঠিকমতো সংসার চলে না। অর্ধাহার-অনাহার নিত্যদিনের সঙ্গী। এমন দুর্দশায় স্বামীকে সহযোগিতার প্রবল ইচ্ছা মনিরা আক্তারের (২৭)। এ জন্য কাজের সন্ধান করেছিলেন বিভিন্ন স্থানে।

কাজ জুটেছিলও পাশের গ্রামের একটি কারখানায়। কিন্তু প্রতিবন্ধী সন্তানকে রেখে কাজে যেতে পারেননি তিনি। কারণ, দুজনের মুখে খাবার তুলে দেওয়ার একমাত্র ভরসা মা মনিরা। তাই তিনি বাড়িতেই কোনো কাজ করে টাকা উপার্জনের পথ খুঁজছিলেন।
কিন্তু দীর্ঘদিন চেষ্টা করেও কোনো উপায় করতে পারছিলেন না। ফিকে হতে শুরু করে সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন। অবশেষে তাঁর সেই স্বপ্নপূরণে এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। তিন মাস সেলাই প্রশিক্ষণ শেষে তাঁকে গ্রুপের পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে সেলাই মেশিন।

গতকাল রবিবার জেলা সদরের পূর্ব খোকসাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানে ২০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণে সেলাই মেশিন পেয়ে আনন্দিত মনিরা। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘সংসারোত খুব কষ্ট। স্বামীর কিষান খাটার কামাই দিয়া ছয়টা মানষির খাবার জুটে না। কষ্টের কারণে মনটা চায় কোনো কাম-কাজ করি কামাই করিবার। কিন্তু ছাওয়া দুইটাক থুইয়া বাড়ি থাকি কোনঠে যাবার পারো না। এলা বসুন্ধরার মেশিন দিয়া বাড়িত বসি সেলাইর কাজ করি কামাই করির পারিম। এলা কামাই সংসারোত সহযোগিতা করির পারিমো।’

একই অনুষ্ঠানে সেলাই মেশিন পেয়েছেন আঁখি আক্তার (১৯)। খলিশাপচা গ্রামের আঁখি আক্তার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাবা অলিয়ার রহমানের দিনমজুরির আয়ে চলে তাঁদের সাত সদস্যের পরিবার। তিন বোন এক ভাইয়ের মধ্যে আঁখি সবার বড়। অভাব-অনটনের সংসারে এসএসসি পাসের আগেই বিয়ে দিতে চেয়েছিল পরিবার। কিন্তু আঁখি তাতে রাজি না হয়ে লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হতে চান। এমন প্রবল ইচ্ছায় এসএসসি পাসের পর ভর্তি হন কলেজে। কিন্তু পরিবারের অর্থাভাবে লেখাপড়া প্রায় বন্ধের পথে। এ অবস্থায় আঁখি গ্রামে টিউশনি করে লেখাপড়া চালানোর উদ্যোগ নিয়েও হয়েছেন ব্যর্থ। এ জন্য খুঁজতে শুরু করেন সহজ কাজ করে নিজেরসহ ভাই-বোনদের লেখাপড়া চালাতে। সেই আঁখি আক্তারকে সেলাই মেশিন দিয়ে স্বপ্নপূরণ করেছে বসুন্ধরা গ্রুপ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছ্বাস রায়। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. মনিরুজ্জামান মন্টু।

পূর্ব খোকসাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা করেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. মামুন, কালের কণ্ঠের প্রতিনিধি ভুবন রায় নিখিল, শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, সদস্য ফরিদ মিয়া, আমিনুর রহমান, মো. গোলাম হোসেন, নিউজ-২৪-এর জেলা প্রতিনিধি আব্দুর রশীদ শাহ, বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সহসাধারণ সম্পাদক দীপু রায় প্রমুখ।

রংপুর : বসুন্ধরা শুভসংঘ রংপুর কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে গত শনিবার নতুন কমিটির পরিচিতিসভা, ইফতার মাহফিল ও দুস্থদের মধ্যে ইফতারি বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।

বসুন্ধরা শুভসংঘ রংপুর কারমাইকেল কলেজ শাখার নব গঠিত কমিটির সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কলেজ শাখার সাধারণ সম্পাদক সজীব সরকার, সহসভাপতি সাজ্জাদ হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক  মুশফিকুর রহমান সজীব, অর্থবিষয়ক সম্পাদক শাহরিয়ার, সাবেকুন নাহার শিমলা, আইনুল হক, আসিফ, মানিক, হাসান হাবিব, ইসমাইল প্রমুখ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ