ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ব্লগার ও লেখক অভিজিৎ স্মরণে মোমবাতি প্রজ্বালন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ব্লগার ও লেখক অভিজিৎ স্মরণে মোমবাতি প্রজ্বালন
ব্লগার ও লেখক অভিজিৎ রায় স্মরণে মোমবাতি প্রজ্বালন। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের গেটের পাশে। ছবি : কালের কণ্ঠ

ব্লগার ও লেখক অভিজিৎ রায় স্মরণে মোমবাতি প্রজ্বালন করছে প্রগতিশীল সংগঠনগুলো। গতকাল শুক্রবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের গেটের পাশে এ কর্মসূচি পালন করা হয়। এ জায়গায়ই ২০১৫ সালের এই দিনে হামলার শিকার হয়েছিলেন তিনি।

কর্মসূচিতে অভিজিৎ স্মরণে ডিজিটাল ব্যানার টাঙানো হয় এবং রাস্তায় ফুল দিয়ে লেখা হয়েছিল ‘অভিজিৎ স্মরণ’।

গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে লাগানো এ ব্যানারে লেখা ছিল ‘অভিজিৎ রায়রা হারলে, হারবে বাংলাদেশ’।

শ্রদ্ধা নিবেদন করেছেন অভিজিতের ভাই অনুজিৎ রায়। এ সময় তিনি বলেন, ‘দেরিতে হলেও আমার ভাই হত্যার রায় হয়েছে। আমি চাই রায় যাতে অবিলম্বে কার্যকর করা হয়।

তবে আমি মনে করি, পুলিশের দায়িত্ব আরো বেড়েছে। এ হত্যাকাণ্ডের মূল আসামিদের যেন দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকর করা হয়।’

মন্তব্য

সম্পর্কিত খবর

মাদক কারবারি ১৮ রোহিঙ্গাসহ ২১ জন আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মাদক কারবারি ১৮ রোহিঙ্গাসহ ২১ জন আটক

কক্সবাজারে কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে ২১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১৮ জন রোহিঙ্গা। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচ লাখ পিস ইয়াবা। গতকাল শুক্রবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য দেন।

তিনি বলেন, বোটে বরফের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ছিল পাঁচ লাখ পিস ইয়াবা। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও র‌্যাব-১৫-এর সমন্বয়ে কক্সবাজারের কলাতলী বিচসংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ইঞ্জিনচালিত দুটি সন্দেহজনক কাঠের বোটকে থামার সংকেত দেয় তারা। তবে তা অমান্য করে বোট দুটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।
এ সময় এক মাদক পাচারকারী পানিতে লাফ দিয়ে পালিয়ে যান। তিনি বলেন, পরবর্তী সময়ে বোট দুটিকে ঘণ্টাব্যাপী ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করা হয়। এ সময় বোট দুটিতে তল্লাশি চালানো হয়। এরপর বোটের ভেতর কাঠের পাটাতনের নিচে রাখা বরফের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় পাঁচ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ সময় ২১ মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক ইয়াবা পাচারকারীদের মধ্যে তিনজন কক্সবাজারের বাসিন্দা এবং অন্যরা কক্সবাজারের উখিয়া ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

মন্তব্য

বাসদ কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুরে বাম জোটের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বাসদ কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুরে বাম জোটের নিন্দা

রাজধানীর সেগুনবাগিচার বাসদ কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর ও খুলে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বাসদসহ সব রাজনৈতিক দলের কার্যালয়ের নিরাপত্তাবিধানে সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহবান জানানো হয়েছে। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানোর এক বিবৃতিতে এই আহবান জানানো হয়।

বাম জোটের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ। বিবৃতিতে নেতারা বলেন, গত ১০ এপ্রিল দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত ৮/৪-এ সেগুনবাগিচার ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় অবস্থিত বাসদ কার্যালয় ও ভ্যানগার্ড কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর এবং খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাসদের কর্মীরা ডাকাডাকি করলে দুর্বৃত্তরা ভ্যানগার্ড কার্যালয় লেখা সাইনবোর্ডটি নিয়ে পালিয়ে যায়। তবে বাসদের সাইনবোর্ডটি নিতে পারেনি।

মন্তব্য
সংক্ষিপ্ত

নতুন দল ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নতুন দল ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’র আত্মপ্রকাশ

বিদেশি অপশক্তির দালালি না করার প্রত্যয় নিয়ে নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক নাগরিক শক্তির আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। দলটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন মুক্তিযোদ্ধা ড. আব্দুল মালেক ফরাজী। ঘোষণাপত্র পাঠ করেন গণতান্ত্রিক নাগরিক শক্তির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন।

এতে তিনি বলেন, দেশের রাজনৈতিক বৃহৎ শক্তিগুলো ৫৪ বছর দেশ পরিচালনা করেছে সভ্যতাবিরোধী ও সংস্কৃতিবিরোধী ধারায়। মতাদর্শিক দিক দিয়ে জাতির সঙ্গে ভাঁওতাবাজি-প্রতারণা করেছে। ক্ষমতাসীনরা বিনা চালেঞ্জে বাংলাদেশের ইতিহাসকে ব্ল্যাকমেইল করেই চলেছে। অমিত সম্ভাবনার বাংলাদেশকে অপরাজনীতির অভয়ারণ্যে পরিণত করেছে।
দুর্বল, নির্যাতিত ও গরিব মানুষের আত্মরক্ষার জন্য দরকার অনুকূল আদর্শ, নীতি, পরিকল্পনা, কর্মসূচি ও কার্যক্রম এবং সঠিক নেতৃত্ব। কাজেই দল-মত-ধর্ম-বর্ণ-নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় মুক্তি, স্বাধীনতা, সাম্য ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করি। সেই লক্ষ্যে ইস্পাত-কঠিন ঐক্যের ভিত্তিতে চলমান দাসত্বের শৃঙ্খল ভেঙে একটি স্বাধীন, সার্বভৌম, বৈষম্যহীন, গণতান্ত্রিক, সমৃদ্ধিশালী, আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করি।

 

মন্তব্য

বিমানবন্দর মোড়ে দেখা গেছে ভয়াবহ ধুলাবালি

শেয়ার
বিমানবন্দর মোড়ে দেখা গেছে ভয়াবহ ধুলাবালি

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের সামনে চলছে পথচারীদের আন্ডারপাস টানেল তৈরির কাজ। এতে বিমানবন্দর মোড়ে দেখা গেছে ভয়াবহ ধুলাবালি। গতকাল তোলা।    ছবি :  কালের কণ্ঠ

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ