<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.1pt">আলোচিত ইউটিউবার ও ব্লগার পিনাকী ভট্টাচার্যসহ সাতজনের বিরুদ্ধে সিলেটের সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল রবিবার সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন নগরের কুমারপাড়া এলাকার বাসিন্দা ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা সহসভাপতি আব্দুর রহমান। মামলার অন্য আসামিরা হলেন ফেসবুকার নাজমুল ইসলাম, শাহরিয়ার হোসেন সাকিব (এসএইচ), ফেইসবুক পেইজ </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="letter-spacing:-.1pt">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.1pt">ফাইট ফর ডেমোক্রেসি</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="letter-spacing:-.1pt">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.1pt">র অ্যাডমিন শাকিল আহমেদ, ফেসবুকার মো. হাসান মিয়া (হাসান), মো. আব্দুল হাদী ও মো. রেজাউল করিম। সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জোন সিলেটকে নির্দেশ দেন। বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন সিলেটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহফুজুর রহমান ও সিলেট জেলা বারের আইনজীবী টিপু রঞ্জন দাশ।</span></span></span></span></span></span></span></span></p>