<p>গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে আগুন লেগে পুড়ে গেছে ঝুটের ৬ গোডাউন। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে পারিজাত এলাকায় এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।</p> <p>কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, মো. আজাহার উদ্দিনের ঝুটের গোডাউন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশে আলামিন, সাইফুল, আলাউদ্দিন, মাহফুজ ও জয়নাল আবেদীনের গোডাউনে ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ৪  ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরো এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হলেও পুড়ে যায় অধিকাংশ ঝুট।</p> <p>তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে আশপাশের প্রায় কোটি টাকার সম্পদ রক্ষা করা গেছে।</p>