<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপে আগুনে সায়রী, বিচ ভ্যালি ও কিংশুক নামের তিনটি ইকো রিসোর্টের ২৬টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন থেকে বাঁচতে গিয়ে পাঁচজন পর্যটক আহত হন। বুধবার রাত পৌনে ৩টার দিকে গলাচিপা এলাকায় সায়রী ইকো রিসোর্টে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান। ঘটনা তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিসোর্ট তিনটিতে ঘটনার রাতে ৬০ জনের মতো পর্যটক ছিলেন। আগুন লাগার সময় পর্যটকদের বেশির ভাগ ঘুমে ছিলেন। রিসোর্টে অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় পর্যটকরা ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে দ্বীপবাসী ফায়ার সার্ভিসের একটি সাবস্টেশন স্থাপন ছাড়াও প্রতিটি রিসোর্টে নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানান, আগুনে তিনটি রিসোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেন্ট মার্টিনের দায়িত্বে থাকা টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন, দ্বীপের একটি রিসোর্টে আগুন লাগার খবর পেয়ে সেন্ট মার্টিন বিওপির একটি দল সেখানে উপস্থিত হয়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালে প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্বীপের বাসিন্দা আব্দুল আমিন বলেন, সবাই ধারণা করছে, সায়রী রিসোর্টের অভ্যর্থনাকক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>