<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে পাচারকালে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রায় ১৫ কোটি টাকার বিদেশি তামার তার (কেবল) জব্দ করেছেন নৌবাহিনীর সদস্যরা। পাচারের সময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার মহেশখালী দ্বীপের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ৪ নম্বর জেটিঘাট থেকে এসব তারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রকল্প পরিচালক (পিডি) আবুল কলাম আজাদকে গতকাল রবিবার কক্সবাজার থেকে বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে গ্রেপ্তার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক প্রকল্পের কর্মকর্তারা গতকাল বিকেলে কালের কণ্ঠকে এসব তথ্য জানান। এ ছাড়া গ্রেপ্তার দুজন হলেন মো. নিজাম ও সেলিম উদ্দিন। তাঁরা ইকবাল মেরিন কম্পানির কর্মচারী। দুজনই চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা। গতকাল সন্ধ্যায় মহেশখালী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। মামলার এজাহারে পাঁচজনের নাম উল্লেখ করে আরো সাত থেকে আটজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। প্রকল্পের তার চুরির ঘটনায় মামলার বাদী হয়েছেন সরকারি মালিকানাধীন কম্পানি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোল পাওয়ার জেনারেশন কম্পানি বাংলাদেশ লিমিটেড</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-এর (সিপিজিসিবিএল) পরিচালিত মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা বিভাগের সহকারী পরিচালক মো. মির্জানুল হাসান।</span></span></span></span></p>