<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্ষতিপূরণের টাকা নেওয়ার পরও দুটি পেট্রল পাম্পের দখল ছাড়ছেন না দুই ব্যবসায়ী। এ ছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির তিনটি ট্রান্সমিটারের (ট্রান্সফরমার) ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শরীয়তপুরের চোকদার ফিলিং স্টেশনের মালিক গোলাম হোসেন চোকদারের বিরুদ্ধে। ওই টাকা শরীয়তপুর-পদ্মা সেতুর সংযোগ সড়কের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে নেন তিনি। হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনটির ১২ শতাংশ জমির ক্ষতিপূরণ বাবদ ৩৪ লাখ টাকা এবং স্থাপনা ও যন্ত্রপাতির ক্ষতিপূরণ বাবদ ২ কোটি ১২ লাখ টাকা উত্তোলন করেছেন পাম্পের মালিক আলী হোসেন সিকদার। এর পরও তিনি পেট্রল পাম্পটি চালু রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নড়িয়া উপজেলার ডগ্রি এলাকায় এলএ কেস ২০-এর মধ্যে রয়েছে চোকদার ফিলিং অ্যান্ড এলপিজি স্টেশন। ওই পেট্রল পাম্পের ৫৭ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়েছে। জমির ৮৩ লাখ টাকা এবং বিভিন্ন স্থাপনা ও পেট্রল পাম্পের বিভিন্ন যন্ত্রাংশ বাবদ আরো পাঁচ কোটি ১৮ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন পাম্পের মালিক গোলাম হোসেন চোকদার। পেট্রল পাম্পের বিভিন্ন যন্ত্রাংশর সঙ্গে তিনি পল্লী বিদ্যুৎ সমিতির সঞ্চালন লাইনের তিনটি ট্রান্সমিটারের দাম হিসেবে চার লাখ সাত হাজার ৪৭৪ টাকা উত্তোলন করেছেন। এ ব্যাপারে চোকদার ফিলিং অ্যান্ড এলপিজি স্টেশনের মালিক গোলাম হোসেন চোকদার কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুরো ক্ষতিপূরণ এখনো পাইনি এবং আমার টাকায় কেনা তিনটি ট্রান্সমিটার। এ জন্যই এর ক্ষতিপূরণ আমি আদায় করে নিয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে মন্তব্য জানতে হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনের মালিক আলী হোসেন সিকদারকে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আলতাফ হোসেন কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পল্লী বিদ্যুৎ সমিতির ডগ্রি এলাকার পেট্রল পাম্পের তিনটি ট্রান্সমিটার পল্লী বিদ্যুতের। তথ্য গোপন করে সেটির ক্ষতিপূরণ কেউ নিতে পারে না। এখন এই বিষয়ে আমি জেলা প্রশাসনকে চিঠি দিয়ে ব্যাখ্যা চাইব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শরীয়তপুর সওজের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিছু এলাকা দিয়ে বিভিন্ন স্থাপনা সরিয়ে আমাদের ঠিকাদাররা কাজ করছেন। ওই দুটি পেট্রল পাম্প ক্ষতিপূরণ পাওয়ার পরও তারা জমি ছাড়েনি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিষয়টি নিয়ে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদুল আলম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জমি অধিগ্রহণে বিদ্যুতের ট্রন্সমিটারের ক্ষতিপূরণ কোনো ব্যক্তির পাওয়ার কথা নয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন তিনি।</span></span></span></span></span></p>