<p style="text-align:justify">বগুড়ায় সাজাপ্রাপ্ত ও পলাতক একাধিক হত্যা, অপহরণ, ধর্ষণ, মানি লন্ডারিং, বিস্ফোরক, চাঁদাবাজি এবং দুর্নীতিসহ ১৯ মামলার আলোচিত আসামি শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। </p> <p style="text-align:justify">তুফান সরকার শহর শ্রমিক লীগের আহ্বায়ক এবং জেলা শহরের চকসূত্রাপুর কসাইপাড়ার মজিবর রহমানের ছেলে। তিনি আলোচিত যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মতিন সরকারের ছোট ভাই।</p> <p style="text-align:justify">অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৩টার দিকে শহরের চক সূত্রাপুর এলাকার নিজ বাড়ি থেকে শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকারকে গ্রেপ্তার করা হয়। তুফান সরকারদের পরিবার একটি সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতিবাজ পরিবার। </p> <p style="text-align:justify">তিনি জানান, বড় ভাই যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মতিন সরকার, তুফান সরকার ও সোহাগ সরকার সকলেই নিজ নিজ বলয়ে শক্তিশালী সন্ত্রাসী বাহিনী রয়েছে। তাদের বিরুদ্ধে এলাকায় ভয়ে কেউ মুখ খুলতে পারতেন না। প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক হত্যা, অপহরণ, ধর্ষণ, মানি লন্ডারিং, বিস্ফোরক, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক ব্যবসাসহ অনেক মামলা রয়েছে। </p> <p style="text-align:justify">পুলিশ সুপার সুমন আরো জানান, ছাত্রী ধর্ষণ মামলায় ২০১৭ সালে তাকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একাধিক হত্যা মামলার আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি দুদকের করা একটি মামলায় তাকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেন বিজ্ঞ আদালত।</p>