<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ জন্য পূজা উদযাপনের বরাদ্দ আগের চেয়ে বাড়িয়ে চার কোটি টাকা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বছর সম্ভাব্য মণ্ডপের সংখ্যা ৩২ হাজার হতে পারে। আর পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকরা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। আগের চেয়ে বরাদ্দ বাড়িয়ে চার কোটি টাকা করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>