<p>নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।</p> <p>গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরমল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চরমল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের দুই ছেলে জিয়াউর শেখ (৪০) ও মিরান শেখ (৩০)। </p> <p>পুলিশ জানায়, নড়াইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ ও লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি মাহামুদ খানের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে ফেরদৌস পক্ষের মিরান ও জিয়াউর মাঠের দিকে যাচ্ছিলেন। পথে আইয়ুবের দোকানের সামনে পৌঁছালে মাহামুদ খানের পক্ষের লোকজন তাঁদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তাঁরা গুরুতর আহত হন। এ সময় তাঁদের ঠেকাতে গিয়ে আহত হন ফেরদৌসের পক্ষের অন্তত পাঁচজন। পরে আহত সবাইকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা জিয়াউর শেখ ও মিরান শেখকে মৃত ঘোষণা করেন। এদিকে আহতদের মধ্যে ইরান শেখ নামের এক যুবকের পা কাটা গেছে।</p> <p>লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।</p> <p> </p>