<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে কোনো গুলি করা হয়নি। শুধু তা-ই নয়, র‌্যাব সদস্যরা কোনো গুলিই করেননি। সরকার পতনের পর র‌্যাবের কোনো সদস্য আত্মগোপনেও যাননি। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কিভাবে ভারতে গেলেন জানতে চাইলে র‌্যাবের এ মুখপাত্র বলেন, এ বিষয়ে র‌্যাবের কাছে কোনো তথ্য নেই। গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।</span></span></span></span></p> <p> </p>