<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের আশু করণীয় নিয়ে ১৩টি প্রস্তাব দিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে গণতান্ত্রিক অধিকার কমিটির আয়োজনে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারের দুই মাস : পর্যালোচনা, প্রস্তাব ও মতবিনিময়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক সভায় এই প্রস্তাব জানানো হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকীর সঞ্চালনায় সভায় সভাপ্রধান ছিলেন অধ্যাপক আনু মুহাম্মদ। এ ছাড়া বক্তব্য দেন গবেষক মাহা মির্জা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, সুফি দার্শনিক কাজী জাবের আহমেদ, চলচ্চিত্রকর্মী আকরাম খান প্রমুখ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংগঠনটির পক্ষে প্রস্তাবগুলো উপস্থাপন করেন গবেষক মাহা মির্জা। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হতাহত ও নিখোঁজ ব্যক্তিদের তালিকা প্রকাশসহ হতাহতদের পরিবারের দায়িত্ব নেওয়া, গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং তাঁদের সম্পত্তি জাতীয়করণ করা। সংবিধান কমিশনের মাধ্যমে গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা প্রকাশ করা এবং জনমতের ভিত্তিতে তা চূড়ান্ত করাসহ বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা। গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাসহ জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। খাদ্যদ্রব্য, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাদ্যপণ্যের দাম কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। সারা দেশে রেশন চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ অবিলম্বে ব্যাংক লুট, অর্থপাচার ও শেয়ার কারসাজির বিষয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। শ্রমিকদের জন্য ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণাসহ শ্রমিক হত্যার বিচার করা এবং শ্রমিকদের বকেয়া মজুরিসহ সব ন্যায্য দাবি পূরণে মালিকদের বাধ্য করা। প্রকৃতি ও কৃষকবান্ধব কৃষিব্যবস্থা নিশ্চিত করতে কমিশন গঠন করা।</span></span></span></span></p> <p> </p> <p> </p>