<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন হত্যা মামলায় রংপুর সিটি করপোরেশনের (রসিক) ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নগরীর হাজিরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদুল আরেফিন মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে নগরীর কেরানীরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি আরো জানান, শুক্রবার রাত ৯টা দিকে নগরীর কেরানীরহাট এলাকায় অভিযান চালিয়ে ওয়াজেদুল আরেফিন মিলনকে প্রেপ্তার করা হয়। তিনি সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন হত্যা মামলার আসামি। প্রসঙ্গত, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর সিটি বাজারসংলগ্ন রাজা রামমোহন মার্কেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন সাজ্জাদ হোসেন। এ ঘটনায় গত ২১ আগস্ট সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে মামলা করেন। মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাংবাদিক সুভাষ সিংহ রায়, নাইমুল ইসলাম খান, মোহাম্মদ এ আরাফাত ও অপু উকিলসহ ৫৭ জনের নাম উল্লেখ করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>