<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের অধিভুক্তি বাতিল করে আলাদাভাবে স্বতন্ত্র একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে আন্দোলন করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নগরীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে ঢাকা কলেজে জড়ো হন সাত কলেজের এক হাজারের বেশি শিক্ষার্থী। পরে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে ও ঢাকা কলেজের সমনে অবস্থান নেন তাঁরা। এতে আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি সাত কলেজকে ঢাবি অধিভুক্তি থেকে বের করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা। তাঁরা জানান, সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলেও শিক্ষার মানের কোনো উন্নয়ন হয়নি। উল্টো শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে। দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী শনিবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আওলাদ জিসান।</span></span></span></span></p>