<p>জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে ও শহীদদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘জুলাই বিপ্লবে আমার অভিজ্ঞতা’ শিরোনামে ছোটগল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা কলেজ ও দিনাজপুর সরকারি কলেজ শাখা শুভসংঘ এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর :</p> <p><img alt="জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে ছোটগল্পগু লিখন প্রতিযোগিতা" height="55" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/19-10-2024/Rif/19-10-2024-p4-4.jpg" style="float:left" width="300" />ঢাকা : আন্দোলনে নিজের অভিজ্ঞতা সাহিত্যের ভাষায় বর্ণনা করতে এই কর্মসূচির আয়োজন করছে শুভসংঘের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক শাখা। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের নিয়ে ঢাকা কলেজ শাখা এই কর্মসূচির আয়োজন করে। গতকাল সকাল ১১টায় ঢাকা কলেজ ক্যাম্পাসে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার দপ্তর সম্পাদক মো. ইকবাল হোসেন শিহাব, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, কার্যকরী সদস্য মিরাজ বেপারীসহ সংগঠনের অন্য সদস্যরা।</p> <p>বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার দপ্তর সম্পাদক মো. ইকবাল হোসেন শিহাব বলেন, ‘জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে আমরা এই কর্মসূচির আয়োজন করেছি। পাশাপাশি আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’</p> <p>দিনাজপুর : আন্দোলনে নিজের অভিজ্ঞতা সাহিত্যের ভাষায় বর্ণনা করতে শিক্ষার্থীদের নিয়ে ছোটগল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করেছে শুভসংঘের দিনাজপুর সরকারি কলেজ শাখা। গতকাল বিকেল ৪টার দিকে জেলা শহরের দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত, দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি মো. স্বপন আলী, সহসভাপতি মো. আব্দুল্লাহ আল মুরাদ সুইন, জয় শেখ, অরূপ রায়, আপন দেবনাথ, সাধারণ সম্পাদক মাঈশা হুমায়রা ইতু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব ইসলাম, মো. আরিফ, প্রদীপা রানী রায়, প্রচার সম্পাদক সানোয়ার হোসেন শান্ত, ক্রীড়া সম্পাদক জ্যোতির্ময় রায়, কার্যকরী সদস্য কাইয়ুম হাসানসহ আরো অনেকে।</p> <p>গল্প লিখন প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে মো. ইয়াছির আরাফাত বলেন, ‘অকুতোভয় বাংলার মানুষ মৃত্যুভয় উপেক্ষা করে এক বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করেছে। বাংলাদেশের এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। আবু সাঈদ, মীর মুগ্ধসহ অন্য শহীদদের জন্য হলেও এ স্বাধীনতা রক্ষায় আমরা সচেষ্ট থাকব। জনসাধারণকে জুলাই বিপ্লবের বিভিন্ন অজানা ঘটনা জানাতে আমরা এই গল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করেছি। অভিজ্ঞতার আলোকে লেখা এই গল্পগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেব।’</p> <p> </p>