<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের মানুষ অনেক কষ্টে আছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন, বেড়েছে বেকারত্বের সমস্যা। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে চাই, যাতে তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন শুধু নয়, একটি পরিবর্তিত রাষ্ট্র কাঠামো ও সংশোধিত শাসনব্যবস্থা উপহার দিতে পারে। কিন্তু এই সময়ের মধ্যে মানুষের জান-মালের নিরাপত্তা ও খাওয়া-পরার ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে দলের অনলাইনকর্মী এবং ঢাকা বিভাগীয় জেলার নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময়সভায় যোগ দিয়ে কাদের এসব কথা বলেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ায় আওয়ামী লীগের পতন হয়েছে। কিন্তু এই আন্দোলন সফল হওয়ার পর দেশে নতুন করে বৈষম্য শুরু হয়েছে। জাপার নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করা হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জি এম কাদের বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জাপা আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়ে আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়। অথচ আন্দোলনে নিহত ছাত্রদের মামলায় জাপা নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই অন্যায় আমরা মেনে নেব না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার কারণে রংপুরে ১১টি মিথ্যা মামলায় জাপার অন্তত ৩৩ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তাঁদের অনেকেই গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন। রংপুরে আন্দোলনে অংশ নিয়ে জাতীয় পার্টির দুজন নেতা শহীদ হয়েছেন।</span></span></p>