<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাজে বৈষম্য দূর করতে হলে মানবাধিকার ও নাগরিক সংগঠনগুলোর কাছে সরকারের জবাবদিহি থাকতে হবে। গতকাল সোমবার ঢাকায় বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) সম্মেলনের শেষ দিনে আলোচকরা এ কথা বলেন। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অগ্রগতির মানবিক মূল্য : টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে অধিকার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক আলোচনায় বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং উন্নয়ন ভাবনায় মানবাধিকারকে গুরুত্ব দেওয়া উচিত বলেও মন্তব্য করেন বক্তারা।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কানাডার আফগানিস্তান সিকিউরিটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ইরফান ইয়ার। আলোচনায় অংশ নেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস, জার্মান ইনস্টিটিউট ফর গ্লোবাল অ্যান্ড এরিয়া স্টাডিজের রিসার্চ ফেলো ইশরাত হোসেন, অস্ট্রেলিয়া-চায়না বিজনেস কাউন্সিলের সিইও ডেভিড মরিস, বাংলাদেশের সোনালী লাইফ ইনস্যুরেন্সের পরিচালক শেখ মোহাম্মদ ডেনিয়েল এবং মালয়েশিয়ার সাবেক প্ল্যানটেশন ও কমোডিটিজ বিষয়ক মন্ত্রী জুরাইদা কামারুদ্দীন। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতিসংঘের আবাসিক সমন্বয়ক সম্প্রতি বাংলাদেশে প্রবল অসন্তোষ, আন্দোলন ও সরকার পরিবর্তনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছিলেন যে মানবাধিকার ছাড়া কোনো মানব উন্নয়ন হয় না। উন্নয়নের পাশাপাশি মানবাধিকারকে আমলে নেওয়াও গুরুত্বপূর্ণ। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিগত বছরগুলোতে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বাংলাদেশের অবিশ্বাস্য অর্জনগুলোর তথ্য তুলে ধরেন গোয়েন লুইস। তিনি বলেন, উন্নয়ন সত্ত্বেও এমন কিছু নির্দিষ্ট খাত রয়েছে, যা অনেকটা পিছিয়ে আছে। সেখানে অধিকার খুব গুরুত্বপূর্ণ। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোয়েন লুইস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কভিড মহামারির লকডাউনের সময় সঞ্চয় খুইয়ে বাংলাদেশের জনগোষ্ঠীর একটি অংশ ঝুঁকিতে পড়েছিল। আয়বৈষম্যের প্রভাবও মানুষের ওপর পড়ছে। জিডিপি ইতিবাচক মানেই সবার সমান উন্নতি নয়। এই বৈষম্য দূর করা জরুরি। কোনো গোষ্ঠীই যাতে পিছিয়ে না থাকে তা নিশ্চিত করা প্রয়োজন। আমরা পার্বত্য চট্টগ্রাম এলাকার কথা শুনেছি। নারীরাও দেশজুড়ে পিছিয়ে থাকা সম্প্রদায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানবাধিকারকে উৎসাহিত করতে হলে মানবাধিকার ও নাগরিক সংগঠনগুলোর কথা শোনা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে নাগরিক সমাজ সংস্থাগুলো ভয়ে কাজ করতে পারছে না বা নিবন্ধনের সুযোগ পায় না। কিন্তু উন্নয়ন এগিয়ে নিতে ও টেকসই করতে হলে সরকারকে নাগরিক সমাজ সংস্থাগুলোর কাছে জবাবদিহি করতে হবে। সমাজে উত্তেজনা প্রশমনেও এটি কাজে আসবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোয়েন লুইস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিগত সপ্তাহগুলোতে আমরা বিভিন্ন খাতে বেশ কিছু প্রতিবাদ বিক্ষোভ দেখেছি। শ্রমিকরা মনে করছে, তারা ন্যায্য মজুরি পাচ্ছে না। তারা নিজেদের নিপীড়িত ভাবছে। সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক ন্যায়বিচারের অগ্রগতির জন্য শ্রম অধিকারকে এগিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে আরো দায়িত্ব নিতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে যে বাংলাদেশিরা আছে তাদের অধিকার রক্ষায়ও কাজ করতে হবে। অভিবাসী শ্রমিকদের শ্রম অধিকারও এর অন্তর্ভুক্ত। শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা খাতেও কেবল সেবার সুযোগ নয়, মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের সামনে জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ বিভিন্ন চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক। তিনি বলেন, বাস্তুচ্যুতির ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেওয়া উচিত। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জার্মান ইনস্টিটিউট ফর গ্লোবাল অ্যান্ড এরিয়া স্টাডিজের রিসার্চ ফেলো ইশরাত হোসেন বলেন, বেশির ভাগ ক্ষেত্রেই উন্নয়নের খড়্গ প্রান্তিক জনগোষ্ঠীর ওপর পড়ে। তিনি ব্রাজিলে ও ভারতে আদিবাসীদের ওপর এর প্রভাবের কথা উল্লেখ করেন।</span></span></span></span></p>