<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের আকরাম খান রাব্বী নামে এক ব্যক্তি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য দেন। তিনি বলেন, শনিবার রাতে রাজধানীর বালুরঘাট এলাকা থেকে পল্লবী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পারিবারিক সূত্র জানায়, নবম সংসদে কক্সবাজারের চকরিয়া-পেকুয়া উপজেলা মিলে গঠিত সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন সাফিয়া খাতুন।</span></span></span></span></span></p>