<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেটে হৃদরোগে আক্রান্ত শিশুদের দেহে বিনা মূল্যে রিং বসানো হয়েছে। গত দুই দিনে ৯ জন শিশুর দেহে রিং বসানো হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এই চিকিৎসা দেওয়া হয়। যুক্তরাজ্যভিত্তিক </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন্তাদা এইড</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামের একটি সংস্থার অর্থায়নে বিনা মূল্যে এ চিকিৎসা পেল শিশুরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার ও গতকাল রবিবার  জন্মগতভাবে হৃদ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রোগে আক্রান্ত ৯ জন শিশুর দেহে ডিভাইস (রিং/বেলুন) বসানো হয়। এসব শিশুর বয়স পাঁচ থেকে ১৬ বছরের মধ্যে। হাসপাতালের দ্বিতীয় তলায় কার্ডিওলজি বিভাগের ক্যাথ ল্যাবে হাসপাতালের হৃদ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রোগ বিভাগের আয়োজনে ও শিশু বিভাগের সহযোগিতায় এসব অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের জন্য বাংলাদেশ শিশু হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ১০ জনের একটি দল সিলেট আসে। তাদের নেতৃত্ব দেন ওই বিভাগের প্রধান রিজওয়ানা রিমা।</span></span></span></span></span></p>