<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদপত্রে প্রকাশিত ছবি, খবর ও ভিডিও দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৩৬ জুলাই : নির্ভীকদের অভিবাদন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক এই প্রদর্শনী উত্তাল জুলাইয়ের স্মৃতিকে আরো তাজা করে তোলে। আগস্টের ৮ তারিখ পর্যন্ত সংবাদকর্মীদের তোলা আলোকচিত্র, ধারণ করা ভিডিও ও প্রকাশিত সংবাদ প্রতিবেদন নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। গত শনিবার বিকেলে দেড় শতাধিক আধেয় নিয়ে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে দ্য ডেইলি স্টার সেন্টারে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রদর্শনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের দাবি থেকে এক দফা দাবি এবং পরবর্তী সময়ে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের ঘটনাবলি তুলে ধরা হয়েছে ধারাবাহিকভাবে। ৩৬ দিনের নির্ভীক ও রক্তক্ষয়ী এই আন্দোলনের প্রামাণ্য স্মৃতি উঠে এসেছে প্রদর্শনীতে। তিন মাস পেরিয়ে যাওয়ার পর গণ-অভ্যুত্থানের সময় আরো তরতাজা করে ধরা দিয়েছে দর্শকের কাছে। প্রদর্শনীটি ৭ ডিসেম্বর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীর দুয়ার খোলা। এ ছাড়া প্রদর্শনীকে ঘিরে প্রতিদিন বিকেল ৩টা থেকে আলোচনা অনুষ্ঠানে আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন সাংবাদিক, শিক্ষক, পোশাক শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত শনিবার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আন্দোলনের ৩৬ দিনে ডেইলি স্টারের ভিডিও, ছবি ও সংবাদ নিয়ে তৈরি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্রোহের জুলাই : সংবাদে সংগ্রামে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামের একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ সময় ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফুজ আনাম বলেন, ডেইলি স্টার যেভাবে ৩৬ দিনের আন্দোলনকে কভার করেছে, সেসব ছবি, সংবাদ নিয়ে এই প্রদর্শনী। যাদের আত্মত্যাগের বিনিময়ে নিষ্পেষণ থেকে মুক্তি, তাদের স্মরণ করা এবং ডেইলি স্টারের পক্ষ থেকে তাদের প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানোর জন্য এই আয়োজন।</span></span></span></span></p>