<p>নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানসহ আওয়ামী লীগের ১৪৫ জন নেতাকর্মীর নামে হত্যাচেষ্টার মামলা হয়েছে। মামলায় আরো ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে আদালতের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন ভুক্তভোগী আরিফ মিয়া। মামলার অন্য আসামিরা হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের (৭০), মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু (৬০), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া (৭০), নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি আসিব হাসান মাহমুদ (৫৫) প্রমুখ।</p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p>