<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১০ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনারসহ (এসি)। গত বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক তিন আদেশে এই পদায়ন করা হয়। গতকাল ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য দেন। পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে যুগ্ম কমিশনার সুলতানা নাজমা হোসেনকে ডিএমপি সদর দপ্তরে, এডিসি মো. আলমগীর কবিরকে তেজগাঁও জোনে, মীর আসাদুজ্জামানকে রমনা জোনে, তারিক আহমেদ আস সাদিককে আইএডি বিভাগের সিকিউরিটি অ্যান্ড সার্ভেইল্যান্সে পদায়ন করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>