<p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। গতকাল উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। এ সময় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন, জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, জনসংযোগ পরিচালক ড. আনওয়ারুস সালাম, ছাত্রশিবির সভাপতি মো. ইকবাল হোসেন শিকদার, ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিক সমিতির সদ্যোবিদায়ি সভাপতি মাহমুদুল হাসান তানভীরের সভাপতিত্ব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদ্যোবিদায়ি সাধারণ সম্পাদক মো. মামুন শেখ। গত ১৫ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন ইমরান হোসাইন এবং সাধারণ সম্পাদক হন মাহাতাব লিমন।</span></span></p>