<p>স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনে (নগর ভবন)। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর গত শনিবার থেকে নগর ভবনের তিনটি ফ্লোরের বিভিন্ন কক্ষ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পরিষ্কার করা হয়। গতকাল রবিবার সংশ্লিষ্ট বক্তিরা নিজেদের দাপ্তরিক কাগজপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কক্ষগুলোতে নিজেদের কাজের জন্য অনেকটা গুছিয়ে নিয়েছেন। গত শনিবার ঢাকার হেয়ার রোডের স্থানীয় সরকার উপদেষ্টার বাসভবনের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাপ্তরিক কার্যক্রম চালু রাখার জন্য রবিবার থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের শূন্য কক্ষগুলোতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছিলেন।</p> <p>গতকাল সরেজমিনে দেখা যায়, নগর ভবনের ১৩, ১৪ ও ১৫তম তলার বেশ কিছু কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বসার ব্যবস্থা করা হয়েছে। তবে শুরুর দিন হওয়ায় গোছানোতেই বেশির ভাগ সময় ব্যয় করতে হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দুর্যোগকালীন নগর ভবনে কার্যক্রম শুরু করা হয়েছে। এটি স্থায়ী কিছু নয়। কক্ষগুলোও মন্ত্রণালয়ের মতো বড় ধরনের নয়। তবে ছোট হলেও একই  কক্ষে একাধিক বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের বসতে হচ্ছে। আশা করছি দ্রুত পুরোদমে মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু হয়ে যাবে।</p> <p>সিটি করপোরেশনের রাজস্ব শাখার এক কর্মকর্তা বলেন, ‘তিনটি ফ্লোরে প্রায় ৮০টি কক্ষ মন্ত্রণালয়ের কার্যক্রমের জন্য দেওয়া হয়েছে। এসব ফ্লোর থেকে অনেক মালপত্র নামিয়ে এখন আমাদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর রুমে রাখা হচ্ছে। কিছুটা এলোমেলো তো হচ্ছেই।’</p> <p>কুমিল্লার মুরাদনগর থেকে মন্ত্রণালয়ে এসেছিলেন আহসান হাবিব। তিনি বলেন, ‘আমি আমার এলাকার একটি কাজ নিয়ে এসেছিলাম। তবে আজ কর্মকর্তারা কাজ তো দূরের কথা, কথা বলারও সময় পাননি। প্রথম দিন নতুন জায়গা গোছাতে সময় লাগছে। দেখি আগামীকাল (আজ) আবার এসে যদি কাজটা করতে পারি।’ আয়েশা সিদ্দিকা আশা নামের এক কর্মচারী বলেন, ‘গতকাল শুনেছি। আজ (গতকাল) এসে দেখি নগর ভবন গমগম করছে। অনেক মানুষের আনাগোনা। সাধারণ সময়ের চেয়ে মানুষ বেশি। আবার নিজেও অনেক মানুষ আর গাড়ি দেখে অন্যরকম লাগছে।’ নগর ভবনে কার্যক্রম নিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মো. সালাউদ্দিন বলেন, ‘সকাল থেকেই সব কর্মকর্তা নগর ভবনে অফিস করেছেন। দুর্যোগকালীন কার্যক্রম শুরু হয়েছে।’</p> <p> </p> <p> </p>