ঢাকা, রবিবার ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১, ২২ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১, ২২ রমজান ১৪৪৬

দাপ্তরিক ফাইল স্থানান্তরে ব্যস্ত দিন

  • নগর ভবনে স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দাপ্তরিক ফাইল স্থানান্তরে ব্যস্ত দিন

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনে (নগর ভবন)। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর গত শনিবার থেকে নগর ভবনের তিনটি ফ্লোরের বিভিন্ন কক্ষ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পরিষ্কার করা হয়। গতকাল রবিবার সংশ্লিষ্ট বক্তিরা নিজেদের দাপ্তরিক কাগজপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কক্ষগুলোতে নিজেদের কাজের জন্য অনেকটা গুছিয়ে নিয়েছেন। গত শনিবার ঢাকার হেয়ার রোডের স্থানীয় সরকার উপদেষ্টার বাসভবনের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাপ্তরিক কার্যক্রম চালু রাখার জন্য রবিবার থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের শূন্য কক্ষগুলোতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছিলেন।

গতকাল সরেজমিনে দেখা যায়, নগর ভবনের ১৩, ১৪ ও ১৫তম তলার বেশ কিছু কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বসার ব্যবস্থা করা হয়েছে। তবে শুরুর দিন হওয়ায় গোছানোতেই বেশির ভাগ সময় ব্যয় করতে হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দুর্যোগকালীন নগর ভবনে কার্যক্রম শুরু করা হয়েছে। এটি স্থায়ী কিছু নয়।

কক্ষগুলোও মন্ত্রণালয়ের মতো বড় ধরনের নয়। তবে ছোট হলেও একই  কক্ষে একাধিক বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের বসতে হচ্ছে। আশা করছি দ্রুত পুরোদমে মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু হয়ে যাবে।

সিটি করপোরেশনের রাজস্ব শাখার এক কর্মকর্তা বলেন, ‘তিনটি ফ্লোরে প্রায় ৮০টি কক্ষ মন্ত্রণালয়ের কার্যক্রমের জন্য দেওয়া হয়েছে।

এসব ফ্লোর থেকে অনেক মালপত্র নামিয়ে এখন আমাদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর রুমে রাখা হচ্ছে। কিছুটা এলোমেলো তো হচ্ছেই।’

কুমিল্লার মুরাদনগর থেকে মন্ত্রণালয়ে এসেছিলেন আহসান হাবিব। তিনি বলেন, ‘আমি আমার এলাকার একটি কাজ নিয়ে এসেছিলাম। তবে আজ কর্মকর্তারা কাজ তো দূরের কথা, কথা বলারও সময় পাননি।

প্রথম দিন নতুন জায়গা গোছাতে সময় লাগছে। দেখি আগামীকাল (আজ) আবার এসে যদি কাজটা করতে পারি।’ আয়েশা সিদ্দিকা আশা নামের এক কর্মচারী বলেন, ‘গতকাল শুনেছি। আজ (গতকাল) এসে দেখি নগর ভবন গমগম করছে। অনেক মানুষের আনাগোনা। সাধারণ সময়ের চেয়ে মানুষ বেশি। আবার নিজেও অনেক মানুষ আর গাড়ি দেখে অন্যরকম লাগছে।’ নগর ভবনে কার্যক্রম নিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মো. সালাউদ্দিন বলেন, ‘সকাল থেকেই সব কর্মকর্তা নগর ভবনে অফিস করেছেন। দুর্যোগকালীন কার্যক্রম শুরু হয়েছে।’

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সমাবেশ

শেয়ার
সমাবেশ
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে গতকাল শাহবাগে জাদুঘরের সামনে সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৯৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৯৩

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত দুই দিনে মহানগরীর ৫০টি থানায় চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের গ্রেপ্তার করে। গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য দেন। তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় বিভিন্ন অপরাধে ১১৬টি মামলা করা হয়েছে। ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে মহানগরজুড়ে দুই পালায় মোট এক হাজার ৩৩৪টি টহল টিম কাজ করে। এর মধ্যে ৬৮০টি রাতের ও ৬৫৪টি দিনের টহল টিম ছিল।

মন্তব্য
সংক্ষিপ্ত

ভিয়েতনাম থেকে ২৯ হাজার টন চাল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ভিয়েতনাম থেকে ২৯ হাজার টন চাল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

ভিয়েতনাম থেকে ২৯ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি ওবিই ডিনারেস জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় তৃতীয় চালান হিসেবে এই চাল এসেছে। গতকাল শনিবার ঢাকায় সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্যবিবরণীতে আরো বলা হয়েছে, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে।

এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, ভিয়েতনাম থেকে জিটুজি ভিত্তিতে এক লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে দুটি চালানে ৩০ হাজার ৩০০ মেট্রিক টন চাল এর আগে দেশে পৌঁছেছে।

মন্তব্য
ইকবাল হাসান মাহমুদ টুকু

শেখ হাসিনার বিচার হতে হবে, নির্বাচন পেছানো যাবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শেখ হাসিনার বিচার হতে হবে, নির্বাচন পেছানো যাবে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যে সরকারই আসুক শেখ হাসিনার বিচার করতেই হবে। কিন্তু এ জন্য জাতীয় সংসদ নির্বাচন পেছানো যাবে না।

গতকাল শনিবার রাজধানীর আসাদগেটে ফ্যামিলি ওয়ার্ল্ড মিলনায়তনে ঢাকার সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ডক্টর ইউনূস সাহেব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন সম্মানিত ব্যক্তি।

তাঁকে অসম্মান করাটা ঠিক হবে না। তাঁকে সুযোগ করে দেওয়া হোক, অতি দ্রুত নির্বাচন দিয়ে উনি চলে যান। এখন কেউ যদি বলে, হাসিনার বিচার যত দিন পর্যন্ত না হবে, নির্বাচন তত দিন হবে না! এখন হাসিনার বিচার কি আমরা চাই না? সে কি আমাদের নির্যাতন করেনি? হাসিনার বিচার অবশ্যই হতে হবে, যে সরকারই আসুক না কেন। এখন তাঁর বিচার যদি নির্বাচনের সঙ্গে ট্যাগ করা হয়..., তার বিচার হতে সাত বছর লাগবে।
তাহলে কি আমরা এই সাত বছর বসে বসে তামাক খাব? বললেই তো হবে না। অপ্রাপ্তবয়স্কদের মতো কথা বললে তো হবে না। 

তিনি বলেন, দেখেন ৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত গাছের পাতা পর্যন্ত আওয়ামী লীগ ছিল। যেই সকাল বেলা খবর হলো শেখ মুজিবুর রহমান সাহেব নিহত হয়েছেন, আওয়ামী লীগ কোথায় হাওয়া হয়ে গেল, কেউ খুঁজে পেল না।

আবার যদি এরও পেছনে যাই আমি, ৭০-এর নির্বাচনে জনগণের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তাদের নির্বাচিত করল। তার পরে ক্ষমতায় যাওয়ার জন্য আলোচনা-সমালোচনা অনেক কিছু করেছে। ৭ মার্চের ভাষণ যদি শোনেন গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কিন্তু ওই ভাষণে সমঝোতার কথা ছিল। ভাষণের শেষে গিয়ে বললেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
জয় বাংলা জয় পাকিস্তান। তো এইটা তো স্বাধীনতার ঘোষণা হলো না। তখন বলছিলেন আসুন বসুন, আলোচনা করুন পার্লামেন্টে আসুন, এটা কি স্বাধীনতার ঘোষণা? তার পর ২৫ মার্চ নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানিরা যখন হামলা করল, তখনো আওয়ামী লীগ নেই। নেই তো নেই। এই সাত কোটি মানুষ কী করবে? কোথায় যাবে? কার কাছে যাবে? কার কাছে আশ্রয় নেবে? এমপি-নেতা সব ভেগে গিয়েছিলেন। কেউ ছিলেন না। এই হলো আওয়ামী লীগ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ