<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির বিশেষ সম্পাদক আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল বাসায় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করার পর দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। আবু নাসেরের মৃত্যুতে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির বিশেষ সম্পাদক আবু নাসেরের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে যান এবং পরিবারের প্রতি শোক প্রকাশ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।</span></span></span></span></p>