<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিয়োগপ্রক্রিয়ায় গতি আনতে সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরো ছয়জন নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এসংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছে। নতুন যাঁরা নিয়োগ পেয়েছেন তাঁরা হলেন অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান, অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান ও সাব্বির আহমেদ চৌধুরী। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ছয়জনকে জনস্বার্থে পিএসসির সদস্য পদে নিয়োগ দিয়েছেন। এতে আরো বলা হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে সময় পর্যন্ত পিএসসির সদস্য পদে বহাল থাকবেন।</span></span></span></span></p>