<p>ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ (রূপরেখা) ৭২ ঘণ্টার মধ্যে ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বিকেলে এ বিষয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁরা। উপাচার্যের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। স্মারকলিপিতে বলা হয়েছে, নির্বাচনের রোডম্যাপের মধ্যেই প্রয়োজনীয় সংস্কারের সময় নির্দিষ্ট করতে হবে। নির্ধারিত সময়ে রোডম্যাপ ঘোষণা করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার রাতে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। এদিকে গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘উৎসবমুখর পরিবেশে সবাইকে নিয়ে আগামী ডাকসু নির্বাচন আয়োজন করতে চাচ্ছি।’ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিবিএ প্রগ্রামের ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। উপাচার্য বলেন, ‘ডাকসু নির্বাচন নিয়ে আমরা অত্যন্ত আগ্রহী। আমরা চাই, সবার মধ্যে নির্বাচন নিয়ে ঐক্য তৈরি হোক। সবার মধ্যে এ ব্যাপারে যেন চুক্তি বা সমঝোতার মতো কিছু হয়। আমরা সবাইকে নিয়েই একটা উৎসবমুখর পরিবেশে যত দ্রুত সম্ভব এই নির্বাচন আয়োজন করতে চাচ্ছি।’</p> <p>আইবিএর বিবিএ ভর্তি পরীক্ষা : গতকাল আইবিএর বিবিএ প্রগ্রামের ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হলো। আজ শনিবার হবে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন)।</p>