<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লালপুরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি হামলায় পাঁচজন আহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেন জয় নামের এক ছাত্রলীগকর্মী। এর জেরে ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে মারধর করে। আওয়ামী লীগের কর্মীরা তাঁদের ধাওয়া করে সাগর নামের এক ছাত্রদলকর্মীকে মারধর করে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে আব্দুল মান্নান, আবু বক্কর সিদ্দিক এবং সেন্টু নামের তিন আওয়ামী লীগ সমর্থকের বাড়ি ভাঙচুর করে। এ সময় অন্তত চারজন আহত হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লালপুর থানার ওসি নুরুজ্জামান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>