<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বেতাগী উপজেলার পুঁটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী মানববন্ধন, ব্রাহ্মণবাড়িয়ায় তিন যমজকে নতুন পোশাক উপহার এবং দিনাজপুরের বীরগঞ্জে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="41" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1.january/02-01-2025/mk/kk-NEW-2-2025-01-03-16a.jpg" style="float:left" width="300" />বেতাগী (বরগুনা</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বেতাগী উপজেলার পুঁটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘ পুঁটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শাখার উপদেষ্টা মো. বজলুর রহমান। উপস্থিত ছিলেন কালের কণ্ঠের প্রতিনিধি স্বপন কুমার ঢালী, বসুন্ধরা শুভসংঘের সভাপতি কামাল হোসেন খান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক মনোয়ারা বেগম, সহকারী শিক্ষক মো. আল আমিন প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জগন্নাথ বিশ্ববিদ্যালয় : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গতকাল মাদকবিরোধী মানববন্ধন হয়েছে। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. জুনায়েত শেখের সঞ্চালনায় মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন পিয়াস, বাংলা বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রাহ্মণবাড়িয়া : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রাহ্মণবাড়িয়ায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিন যমজ শিশুকে বসুন্ধরা শুভসংঘ পোশাক উপহার দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে সদস্য চয়ন বিশ্বাস গত বুধবার রাতে শিশুদের নতুন পোশাক পৌঁছে দেন। গত মঙ্গলবার রাতে পৌর এলাকার একটি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মরিয়ম আক্তার দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জন্ম দেন। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি কনসালট্যান্ট গোপা পাল এবং হাসপাতালের কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) খোকন দেবনাথ সিজারিয়ান অপারেশন করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বীরগঞ্জ</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (দিনাজপুর) : বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল শহরের সুফ্ফা নূরানি ইসলামিক কিন্ডারগার্টেনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মোছা. সাদিয়া আক্তার, দ্বিতীয় হয় আফিয়া আক্তার, তৃতীয় ইবনে আনোয়ার, চতুর্থ তাসনিম এবং পঞ্চম হয় সনিয়া আক্তার। স্কুলের পরিচালক মো. মশিউর রহমান, বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উপদেষ্টা সোহেল আহমেদ, সভাপতি ফরহাদ হোসেন, সহসভাপতি রাকেশ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p>