আউটসোর্সিং কর্মীদের স্মারকলিপি

ডিপিডিসি ও ডেসকোতে বৈষম্য দূর করার দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডিপিডিসি ও ডেসকোতে বৈষম্য দূর করার দাবি

রাজধানী ঢাকায় বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানির (ডেসকো) আউটসোর্সিং কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের পাশাপাশি বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন। এরই মধ্যে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁরা।

প্রায় এক যুগ ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডেসকোতে কাজ করা এক জ্যেষ্ঠ প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আউটসোর্সিং বা ঠিকাদারের মাধ্যমে তিনি ডেসকোতে নিয়োগ পেয়েছেন। প্রতি মাসে তাঁর ব্যাংক হিসাবে ৫৬ হাজার টাকা পাঠায় ডেসকো।

কিন্তু বেতনের পুরো টাকা কখনো হাতে পাননি তিনি। নিয়োগকারী ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতি মাসে তাঁর বেতন থেকে ১৪ হাজার টাকা আত্মসাৎ করে।

ভুক্তভোগীরা বলছেন, অলিখিত চুক্তি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আগে থেকেই নিয়োগপ্রাপ্ত কর্মীদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের চেক বইয়ে স্বাক্ষর নিয়ে নিজেদের কাছে আটকে রাখেন। ফলে কর্মীদের ব্যাংক হিসাবে বেতনের টাকা ঢুকলেও তা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান।

এরপর মৌখিক চুক্তি অনুযায়ী বেতন দেওয়া হয় আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের।

রাজধানীতে বিদ্যুৎ বিতরণকারী আরেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডিপিডিসিতে আউটসোর্সিংয়ে নিয়োগ পেয়ে টেকনিক্যাল কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন ইমরান। নিয়ম অনুযায়ী ইমরানের মাসিক বেতন ৩৭ হাজার ৫০০ টাকা। কিন্তু ইমরান পাচ্ছেন ২৯ হাজার টাকা।

বাকি আট হাজার ৫০০ টাকা যাচ্ছে নিয়োগ দেওয়া ঠিকাদারের পকেটে। ডেসকো ও ডিপিডিসিতে ঠিকাদারের মাধ্যমে নিয়োগ পাওয়া এমন দুই হাজারের বেশি কর্মীর বঞ্চনার গল্প অনেকটা একই রকম। ভুক্তভোগীরা বলছেন, নির্ধারিত সময়ের অতিরিক্ত পরিশ্রম করেও মেলে না ন্যায্য পারিশ্রমিক। অথচ আউটসোর্সিং সেবা গ্রহণ নীতিমালা ২০১৮-এর ৭ (১) ধারায়, অতিরিক্ত সময় সেবা দিলে চুক্তি অনুযায়ী অতিরিক্ত সেবামূল্য প্রদানের কথা রয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

শিল্প প্রদর্শনী

শেয়ার
শিল্প প্রদর্শনী
রাজধানীর শিল্পকলা একাডেমিতে গতকাল ৯ দিনব্যাপী শিল্প প্রদর্শনী উদ্বোধনের পর ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য
হা-মীম গ্রুপের জিএম হত্যা

নিহতের গাড়ি চালকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নিহতের গাড়ি চালকসহ গ্রেপ্তার ২

হা-মীম গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) আহসান উল্লাহকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিহতের গাড়িচালক এবং হত্যাকাণ্ডের মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুল ইসলাম। গ্রেপ্তার অন্যজনের নাম নুরুন্নবী। গতকাল বুধবার গাইবান্ধায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁরা গাইবান্ধার সুন্দরগঞ্জে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মন্তব্য

স্বাধীনতা দিবসে উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
স্বাধীনতা দিবসে উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল বুধবার নৌ অঞ্চলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন নৌ অঞ্চলের মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের সব জাহাজ ও ঘাঁটিতে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, শিশু নিকেতনে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, কুচকাওয়াজ এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিশেষায়িত স্কুল আশার আলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

এবারও পবিত্র ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে বায়তুল মোকাররমের ঈদ জামাতের এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম জামাত হবে সকাল ৭টায়। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়।

সকাল ৯টায় অনুষ্ঠিত হবে তৃতীয় জামাত। চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ